
SSC Recruitment Case Latest Update : রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন অনেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই চাকরিগুলি বাতিল হয়েছিল।
SSC Recruitment Case Latest Update : রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন অনেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই চাকরিগুলি বাতিল হয়েছিল। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়— "অযোগ্য বলে চিহ্নিত নয় এমন প্রার্থীদের দিয়ে আপাতত কাজ চালানো যেতে পারে," তবে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার দিকেও নজর দিতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৩১ মে’র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
শীর্ষ আদালতের এই রায় প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম জানান, "আপাতত চাকরি বাতিল হওয়া কর্মীরা কাজে যোগ দিতে পারবেন না। তবে সুপ্রিম কোর্ট একটি সময়সীমা বেঁধে দিয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।"
এই নির্দেশের পর রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ফের একবার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে।