BREAKING NEWS: চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রাজ্যপাল এল গণেশন

পশ্চিমবঙ্গ ও মণিপুরের গর্ভনর লেফটেন্যান্ট এল গণেশন হাসপাতালে ভর্তি। অসুস্থতার কারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Saborni Mitra | Published : Oct 1, 2022 4:57 PM IST / Updated: Oct 01 2022, 10:52 PM IST

পশ্চিমবঙ্গ ও মণিপুরের গর্ভনর লেফটেন্যান্ট এল গণেশন হাসপাতালে ভর্তি। অসুস্থতার কারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এল গণেশন, যিনি মণিপুর রাজ্যপালের পাশাপাশি বর্তমানে বং পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন।  আজ সকালে হঠাৎ বুকে ব্যথা হয়েছিল। এর পর তাকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংলিষ্ট বেসরকারি হাসপালাতের চিকিৎসকরা পূর্ণ পরিষেবা দিচ্ছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।  

বিজেপি নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তবে প্রথম জীবনে আরএসএস-এর প্রচারক ছিলেন। ১৯৭০ সালে জরুরি অবস্থার সময় তিনি প্রায় এক বছর আত্মগোপন করে ছিলেন। এরপর জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিজেপির জাতীয় সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি। তিনি বিজেপির তামিলনাড়ু ইউনিটের সভাপতি ছিলেন। 

গণেশন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সংসদ সদস্য হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লার স্থলাভিষিক্ত হন।

তিনি তামিলনাড়ু RSS-এর যুগ্ম রাজ্য সংগঠক হিসাবে নিযুক্ত হন এবং ১৯৯১ সালে দলের ভিত্তি প্রসারিত করার জন্য বিজেপিতে কাজ করেন। ওই বছরই বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 

Share this article
click me!