পাহাড়ে কেন হয় মেঘভাঙা বৃষ্টি?
ভারতের হিমালয়ের পাদদেশের পাহাড়ি এলাকায় ভূমিরূপ, বায়ুপ্রবাহ এবং উচ্চতাভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে প্রায়শই মেঘভাঙা বৃষ্টি হয়। সে কারণে হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড-সহ হিমালয়-সংলগ্ন রাজ্যগুলোতে এই বিপর্যয় বেশি দেখা যায়। মেঘভাঙা বৃষ্টির পরই দেখা যায় হড়পা বানের আশঙ্কা। কখনও কখনও ভূমিধসও নামে। সে কারণেই মেঘভাঙা বৃষ্টি এত বিপজ্জনক।