"আমার সঙ্গে যে ব্যবহার করলেন তা ঠিক করলেন না" গ্রেফতারের আগে পুলিশকে কী বলেছিলেন আল্লু অর্জুন?

Published : Dec 14, 2024, 09:28 AM ISTUpdated : Dec 14, 2024, 11:25 AM IST
Allu Arjun

সংক্ষিপ্ত

"আমার সঙ্গে যে ব্যবহার করলেন তা ঠিক করলেন না" গ্রেফতারের আগে পুলিশকে কী বলেছিলেন আল্লু অর্জুন?

শুক্রবার গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর স্ক্রিনিং চলাকালীন সেখানে দর্শকদের উত্তেজনা দেখতে হাজির হন আল্লু অর্জুন। আর সেই ভিড়ের ঠেলা সামলাতে না পেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। শুধু তাই নয় মৃত মহিলার ৮ বছরের ছেলেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এই মামলাতেই গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। অভিনেতাকে গ্রেফতারের সময় করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখে গিয়েছে তাঁকে গ্রেফতার করার সময় তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী আল্লু স্নেহা রেড্ডি ও ভাই আল্লু সিরিশ এবং বাবা আল্লু অরবিন্দ। একটি কালো হুডি পরে সেই সময় কফি খাচ্ছিলেন অর্জুন। তার কফি শেষ হওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ভিডিওতে দেখা যাচ্ছে অর্জুন তাঁর পরিবারকে গ্রেফতারের আগে আশ্বস্ত করেছেন। হাসিমুখেই কফি খাচ্ছেন অভিনেতা। অন্যদিকে প্রযোজক বন্নি সেই সময় ফোন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

 

 

এরপর আল্লু পুলিশদের ডেকে বলেন "আমার কফি শেষ হয়ে গিয়েছে এবার আমরা যেতে পারি।" এ ছাড়াো পুলিশকে অর্জুন বলেন, " আমি একবারও বলব না যে আমাকে আটক করে ভুল করেছেন কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার করলেন তা ঠিক নয়। আপনারা আমাকে ঘরেও ঢুকতে দিলেন না"।        

 

                                            আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের