Pahalgam Attack: 'কী লাভ হল?' পহেলগাঁওয়ে জঙ্গি হামলার চক্রান্তকারীদের তোপ গাভাসকরের

Published : Apr 24, 2025, 08:01 PM ISTUpdated : Apr 24, 2025, 08:31 PM IST
Pahalgam  terrorists Photo

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দিন পেরিয়ে গিয়েছে। তবে এখনও দেশজুড়ে শোকের আবহ। সমাজের বিভিন্ন অংশের মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।

Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের তীব্র আক্রমণ করলেন ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি এই হিংসার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। যারা হামলা চালাল, তারা কী অর্জন করল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। বৃহস্পতিবার আইপিএল-এ (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচের আগে আলোচনা প্রসঙ্গে গাভাসকর বলেন, ‘যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি শোকপ্রকাশ করছি। এই ঘটনা আমাদের সব ভারতীয়কে প্রভাবিত করেছে। যারা এই ঘটনা ঘটাল এবং যারা তাদের সাহায্য করল, সন্ত্রাসবাদী, তাদের সঙ্গী-সাহায্যকারী, তাদের আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, এই লড়াইয়ে কী অর্জন করা সম্ভব হল? গত ৭৮ বছরে এক মিলিমিটার জমিও হস্তান্তর হয়নি। আগামী ৭৮,০০০ বছর বা তার পরেও কিছুই বদল হবে না। তাহলে আমরা কেন শান্তিতে বসবাস করতে পারি না আর দেশকে শক্তিশালী করে তুলতে পারি না? এটাই আমার আবেদন।’

পহেলগাঁও নিয়ে কড়া বার্তা বিসিসিআই-এর

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ফের জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। পাকিস্তানে দলও পাঠাবে না বিসিসিআই। বুধবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড় ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরেন। এই ম্যাচে সঙ্গীত, আতসবাজি, চিয়ারলিডার, ডিজে রাখা হয়নি। জঙ্গি হামলায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জঙ্গি হামলার নিন্দায় ক্রিকেটাররা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে এই হামলার শিকার হওয়া পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, হরভজন সিং, সুরেশ রায়নার মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। এই ঘটনায় সারা দেশের মতোই শোকস্তব্ধ ক্রিকেট মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত