ফিক্সড ডিপোজিটে আর যথেচ্ছ বিনিয়োগ নয়, RBI জারি করল FD সংক্রান্ত নয়া নিয়ম, জেনে নিন বিস্তারিত

Published : Nov 10, 2025, 02:34 PM IST

RBI ফিক্সড ডিপোজিট নিয়ে একটি নতুন নিয়ম এনেছে। এই নিয়ম অনুযায়ী, বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা না থাকলেও, ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় একজন গ্রাহক ব্যাঙ্ক দেউলিয়া হলে মাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাবেন। 

PREV
15

বিনিয়োগ কমবেশি সবাই করে। আবার অনেকে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন। কারণ এখান থেকে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায় আর মোটা অঙ্কের ফান্ডও তৈরি হয়। তবে, এবার থেকে আর যথেচ্ছ বিনিয়োগ না করাই ভালো ফিক্সড ডিপোজিটে। নয়া নিয়ম আনল আরবিআই।

25

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় অন্তর সুদের হারের সঙ্গে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। যে কারণে চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সকলে ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। তবে, এবার থেকে ফিক্সড ডিপোজিট নিয়ে নয়া নিয়ম জারি করল আরবিআই।

35

আরবিআই জানিয়েছে, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কোনওরকম সর্বোচ্চ সীমা নেই। আপনি চাইলে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। এমনকী, অনেক ব্যাঙ্ক শুধুমাত্র একজন গ্রাহককে আলাদা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলারও সুযোগ করে দেন।

45

তবে, ব্যাঙ্কিং সুরক্ষার জন্য প্রতিটি গ্রাহক ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় মাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাবেন। অর্থাৎ কোনও কারণে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে ৫ লক্ষ টাকার বেশি মিলবে না। তাতে আপনার যত টাকাই জমা থাক না কেন। তাই ভেবে চিন্তে বিনিয়োগ করুন।

55

প্রসঙ্গত, ১০০০ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করা যায় ফিক্সড ডিপোজিটে। এর মেয়াদ মূলত ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। এর আগেও ফিক্সড ডিপোজিট ভাঙা যায়। সেক্ষেত্রে ব্যাঙ্ক নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়।

Read more Photos on
click me!

Recommended Stories