১ জানুয়ারি থেকে সর্বোচ্চ কত টাকা পেমেন্ট করতে পারবেন UPI-তে? জারি হল নতুন নিয়ম

১ জানুয়ারি থেকে সর্বোচ্চ কত টাকা পেমেন্ট করতে পারবেন UPI-তে? জারি হল নতুন নিয়ম

২০২৫ সালের ১ জানুয়ারি নতুন বছর শুরু হলে অনেক কিছুই বদলে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ১ জানুয়ারি থেকে ইউপিআইয়ের মাধ্যমে করা লেনদেন, পেনশন, কৃষকদের ঋণ দেওয়া-সহ একাধিক নিয়ম বদলে যেতে চলেছে। এতে একদিকে যেমন অনেক মানুষ উপকৃত হবেন, তেমনি ক্ষতির মুখেও পড়তে হবে অনেকে। আসুন এখন জেনে নেওয়া যাক আগামীকাল থেকে কী কী পরিবর্তন হতে চলেছে।

UPI পেমেন্টের সীমা

Latest Videos

যারা ফিচার ফোন (কিপ্যাড ফোন) থেকে ইউপিআই ব্যবহার করেন তারা দারুণ সুবিধা পেতে যাচ্ছেন। ফিচার ফোন থেকে পেমেন্টের সীমা দ্বিগুণ করা হচ্ছে। ফিচার ফোন ব্যবহারকারীরা ১ জানুয়ারি থেকে ১০ হাজার টাকা দিতে পারবেন। আপাতত এই সীমা মাত্র ৫০০০ টাকা।

১ জানুয়ারি থেকে পেনশনভোগীদের পেনশনের টাকা তোলা অনেক সহজ হবে। এখন থেকে পেনশনভোগীরা দেশের যেকোনো ব্যাংক থেকে পেনশনের টাকা তুলতে পারবেন। এর জন্য আলাদা করে ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। এতদিন পেনশনভোগীরা শুধুমাত্র ব্যাঙ্কের যে শাখায় তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকেই টাকা তুলতে পারতেন।

কৃষকদের জন্য বড় স্বস্তি

১ জানুয়ারি থেকে কৃষকরা গ্যারান্টি ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। চলতি মাসেই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এতদিন পর্যন্ত কৃষকরা গ্যারান্টি ছাড়া মাত্র ১.৬ লক্ষ টাকা ঋণ নিতে পারতেন।

নতুন বছরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রায় সব গাড়ি সংস্থাই তাদের গাড়ির দাম ২-৩ শতাংশ বাড়াচ্ছে।

১ জানুয়ারি থেকে দূষণের বিরুদ্ধে কড়াকড়ি বাড়াতে চলেছে সরকার। ১ জানুয়ারি থেকে লাগু হতে চলেছে বিএস-৭ অর্থাৎ ভারত স্টেজ-৭-এর নিয়ম। বর্তমানে দেশে বিএস-৬ বিধি চালু রয়েছে।

Share this article
click me!

Latest Videos

কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique