এবার থেকে ভারতীয় রেলের এসি কামরায় আর যাত্রীদের সাদা চাদর দেওয়া হবে না। এতদিন ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনের এসি কামরার যাত্রীদের শোয়ার জন্য কম্বল বালিশ আর সাদা চাদর দেওয়া হয়
এবার থেকে ভারতীয় রেলের এসি কামরায় আর যাত্রীদের সাদা চাদর দেওয়া হবে না। এতদিন ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনের এসি কামরার যাত্রীদের শোয়ার জন্য কম্বল বালিশ আর সাদা চাদর দেওয়া হয়। কোনও কোনও ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সাদা তোয়ালেও দেওয়া হত।
25
এবার থেকে আর চাদর নয়
এবার আর এসি কামরার যাত্রীদের সাদা চাদর দেওয়া হবে না। পরিবর্তে তাদের সুতোর কাপড়ের ওপর ছাপা কম্বলের কভার দেওয়া হবে। যাত্রীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
35
সাদা চাদর অপরিষ্কার
ভারতীয় রেল সূত্রের খবর এসি কামরায় যাত্রীদের ব্যবহৃত সাদা চাদর নিয়মিত পরিষ্কার করা হয় না। মাসে একবার কি দুই বার ধোয়াকাচা করা হয়। তাই সেগুলি যথেষ্ট অপরিষ্কার। সেই কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই প্রিন্টেড কম্বল কভার এবার থেকে সরবরাহ করা হবে। প্রত্যেকটি কম্বলেই থাকবে কভার পরানো।
বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জয়পুর-আসর্ব এক্সপ্রেসের সমস্ত এসি কামরার জন্য প্রিন্টেড কম্বল কভার চালু করেছেন। আগামী দিনে দেশের সমস্ত ট্রেনের এসি কামরায় এই প্রকল্প চালু হবে বলেও শোনা যাচ্ছে।
55
রেলের বার্তা
রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যাত্রীদের আরাম আরও উন্নত করার জন্য, রেলমন্ত্রী জয়পুর-আসর্ব এক্সপ্রেসের সমস্ত এসি ক্লাসে মুদ্রিত কম্বল কভারের নতুন অনুশীলন চালু করেছেন, যা স্বাস্থ্যবিধি, অভিন্নতা এবং উন্নততর অন-বোর্ড অভিজ্ঞতা প্রচার করবে।