মোদীর নামের কোন অক্ষর বোঝায় শান্তি, বিভক্ত সোশ্যাল মিডিয়া! আলোচনার কেন্দ্রে কুনাল কামরা

  • মোদীর নামের পি অক্ষরের পিস বা শান্তি বোঝায়
  • সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথাই লিখেছিলেন কমেডিয়ান কুনাল কমরা
  • আর তার জন্যই মোদী ভক্ত ও মোদী বিরোধীদের আলোচনায় থাকলেন তিনি
  • এর আগেও বিভিন্ন ক্ষেত্রে নরেন্দ্র মোদী ও বিদেপির সমালোচনা করেছিলেন তিনি

মঙ্গলবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করল #কুনালকমরা। অনেকেই হয়তো এই স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে চেনেন না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তাঁর করা একটি টুইটের পরই আপাতত নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে তিনি। তাঁর সেই টুইট নিয়ে দ্বিধাবিঙক্ত হয়ে গেল নেটিজেনরা।

এদিন সকালে কুনাল কমরা একটি টুইট করে বলেন, নরেন্দ্র মোদীর নামের পি অক্ষর পিস অর্থাৎ শান্তি বোঝায়। বলাই বাহুল্য নরেন্দ্র মোদীর নামে কোনও 'পি' অক্ষরই নেই। এটা একেবারেই ব্যঙ্গ করে বলা কথা।

Latest Videos

এরপরই একদল কুনালের নাম নিয়েই ট্রোল করা শুরু করে দেন। অপর পক্ষে আরেকদলের বক্তব্য, কুনালের মতো স্বল্প পরিচিত কমেডিয়ান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করা মানে, মোদীভক্তদের একেবারে সঠিক স্নায়ুতে তিনি আঘাত করেছেন। সমালোচকরা তাঁর অস্ত্র ধার করেই বলেছেন তাঁর নামে 'পি' অক্ষর বোঝায় প্যাট্রিয়টিজম বা দেশাত্মবোধ। আবার তাঁর সমর্থকরা বলেছেন, ডানপন্থীদের বোধহয় আজ বার্নলের অভাব হয়েছে।

বরাবরই তাঁর ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে আসেন কুনাল। মোদী দ্বিতীয়বার জেতার পর তিনি বলেছিলেন, যারা যারা তাঁকে ফোন করেছিলেন, তাদের কথা শুনে মনে হয়েছে তাঁর পরিবারের কেউ বোধহয় মারা গিয়েছেন। সম্প্রতি মোদীর ম্যান ভার্সাস ওয়াইল্ড এপিসোড নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। পাল্টা অনেক জায়গাতেই তাঁকে শো করতে গিয়ে মোদী ভক্তদের রোষের শিকার হতে হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর