'ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছেছেন?' ত্যাগ স্বীকার করতে পারবেন না বলে স্পষ্ট করলেন কঙ্গনা

Published : Jul 08, 2025, 03:35 PM ISTUpdated : Jul 08, 2025, 03:36 PM IST

রাজনীতিতে আর মন নেই অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউতের। তেমনই ইঙ্গিত দিয়েছেন একটি সাক্ষাৎকারে। তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

PREV
110

রাজনীতিতে আর মন নেই অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউতের। তেমনই ইঙ্গিত দিয়েছেন একটি সাক্ষাৎকারে। তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

210

মাত্র এক বছর আগেই বিপুল ভোটে জিতে হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ হয়েছে। কিন্তু বছর ঘুরতে ঘুরতেই মন নাকি বদলে গেছে কঙ্গনা রানাউতের। তেমনই জানিয়েছেন একটি সাক্ষাৎকারে।

310

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে তাঁর উপলব্ধির কথা জানিয়েছেন কঙ্গনা রানাউত। সেখানেই তিনি এমন কথা বলেছেন যা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

410

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'আমার মনে হয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছের প্রয়োজন, ত-ও আমার নেই। আর সমাজকর্ম নিয়ে কখনই ওই জাতীয় কোনও অভিজ্ঞতা ছিল না।'

510

সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই স্বীকার করে নিয়েছেন, রাজনীতি করতে যে ত্যাগ করতে হয় সেই ত্যাগ স্বীকার করতে পারবেন না।

610

কঙ্গনা বলেছেন, 'আমি স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আমি চাই, আমার বড় বাড়ি হোক, বড় গাড়ি হোক, প্রচুর হিরে থাকুক আমার কাছে, আমাকে দেখতে সুন্দর লাগুক। আমি এমন জীবনযাপন করেছি। জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না।'

710

রাজনীতিতে তাঁর কোনও উচ্চাকাঙ্খা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন কঙ্গনা রানাউত। তিনি আরও জানিয়েছেন,রাজনীতিতে এর থেকে বেশি উন্নতি করার কোনও পরিকল্পনা নেই তাঁর।

810

কঙ্গনা আরও জানিয়েছেন, তিনি প্রার্থনা করেন ঈশ্বর যেন তাঁকে কখনয়ও প্রধানমন্ত্রী করে না তোলে।

910

কঙ্গনা রানাউত মানেই হল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তিনি। যা নিয়ে একাধিকবার দল তাঁকে সতর্ক করেছিল।

1010

রবিবার বন্যা বিধ্বস্ত মান্ডি পরিদর্শন করেন। তিনি সেখানেও এমন মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছেন, তাঁর কোনও ক্যাবিনেট পদ নেই, না আছে বিপর্যয় মোকাবিলা ফান্ড। বিপর্যয় দেখতে গিয়ে রীতিমত দায় ঝাড়লেন কঙ্গনা।

Read more Photos on
click me!

Recommended Stories