কেন স্ত্রীয়ের সঙ্গে থাকেন না মোদী! কত বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি, কেমন সম্পর্ক বউয়ের সঙ্গে?

Published : Apr 16, 2025, 09:32 PM IST

ভারতের প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা প্রচুর। মোদীর রাজনৈতিক জীবন সম্পর্কে তো সবাই জানেন কিন্তু কেমন মোদীর ব্যক্তিগত জীবন?

PREV
18

ভারতের প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা প্রচুর। মোদীর রাজনৈতিক জীবন সম্পর্কে তো সবাই জানেন কিন্তু কেমন মোদীর ব্যক্তিগত জীবন?

28

জানা গিয়েছে, ২০১৪ সালের অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজের বিবাহের কথা স্বীকার করেন মোদী।

38

মোদীর স্ত্রীয়ের নাম যশোদাবেন নরেন্দ্রভাই মোদী এবং তিনি মোদীর বৈধ স্ত্রী। কিন্তু আদৌ একসঙ্গে থাকেন তাঁরা?

48

একটি লোকসভা নির্বাচনের সময় হঠাৎই একটি ছবি ভাইরাল হয়ে যায় যশোদাবেন-এর যেখানে তাঁর হাতে একটি মোদী বিরোধী পোস্টার দেখা যায়। কিন্তু পরে জানা যায় এই ছবিটি সুপার ইম্পোজড করা। তবে কেমন সম্পর্ক তাঁদের দু'জনের মধ্যে? 

58

অন্যদিকে প্রথম প্রথম প্রচারে গিয়ে নিজের স্ত্রীয়ের কথা গোপন করে যান মোদী কিন্তু পরে তিনি তাঁকে বৈধ স্ত্রী বলে স্বীকার করে নেন। তবে কি একসঙ্গে থাকেন তাঁরা?

68

অন্যদিকে একটি ভোটের পরে যশোদাবেনকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কাকে ভোট দিয়েছেন? এর উত্তরে তিনি জানান প্রতি বছরই ভোট দিই এই বছরও দিলাম। 

78

জানা গিয়েছে নিজেকে রমতা যোগী বলেই পরিচয় দেন মোদী।  তাঁর একটি আত্মজীবনী থেকে জানা যায় যে এখন তাঁর স্ত্রীয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। 

88

খাতাকলমে যশোদা বেন ‘মোদির স্ত্রী’ হলেও বাস্তবে তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর কোনো যোগাযোগ নেই। 

click me!

Recommended Stories