জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নিজেই যেতে চান উপত্যকায়

  • কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাশ্মীরে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে
  • কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক ব্যক্তি এসে অভিযোগ করছেন তাঁরা জম্মু ও কাশ্মীর হাইকোর্টেই যেতে পারছেন না
  • এইবার সেই অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট
  • প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন প্রয়োজনে তিনি নিজে উপত্যকায় গিয়ে সেখানকার অবস্থা খতিয়ে দেখতে চান

 

কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাশ্মীরে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন, স্কুল কলেজ স্বাভাবিকভাবে চলছে। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে কাশ্মীরে যেকতে চেয়ে একের পর এক আবেদন জমা পড়ছে। সবারই বক্তব্য কাশ্মীর হাইকোর্টে তাঁরা যেতে পারছেন না বলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই অবস্থায় এইবার ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বললেন প্রয়োজনে তিনি নিজে জম্মু-কাশ্মীরে গিয়ে সেখানকার অবস্থা খতিয়ে দেখতে চান।

এদিন আদালতে কাশ্মীরে বিষয়ক এক মামলার শুনানি চলাকালীন তিনি প্রশ্ন করেন কেন জম্মু ও কাশ্মীর হাই কোর্টে যেতে সমস্যা হবে? কেউ কি বাধা দিচ্ছে? হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এই বিষয়ে শীর্ষ আদালত খবরাখবর নেবে বলেও জানান তিনি। এরপরই বলেন প্রয়োজনে তিনি নিজে যেতে চান জম্মু-কাশ্মীর হাইকোর্টে যাওয়া সত্যিই সমস্যার কি না তা খতিয়ে দেখতে। তিনি আরও বলেন সমস্যা যদি সত্যিই থেকে থাকে তবে সুপ্রিম কোর্টের কিছু অবশ্যই করতে হবে।  

Latest Videos

কাশ্মীরের বিধি-নিষেধ নিয়ে এই মামলার শুনানিতে সরকার পক্ষের প্রতিনিধি ছিলেন সলিসিটর জেনারেল কেকে ভেনুগোপাল। তিনি অবশ্য দাবি করেন জম্মু কাশ্মীরে লোক আদালতগুলি সব সব আদালতই স্বাভাবিকভাবেই চলছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রতিনিয়ত উপত্যকায় যাচ্ছেন। প্রতিদিন খবরের কাগজ প্রকাশিত হচ্ছে কাশ্মীরে। ডিশ টিভি চালু হয়ে গিয়েছে। চলছে রেডিও কাশ্মীরও। কিন্তু তারপরেও আদালতের পক্ষ থেকে কাশ্মীরে যত দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
‘Bangladesh Pakistan-এর মতো অন্ধকারে নেমে যাবে’ ঝাঁঝালো মন্তব্য BJP নেতা Samir Mondal-এর