SIR-এ নাম না থাকলে কি বাতিল হয়ে যাবে নাগরিকত্ব? বিশেষ বার্তা কমিশনের

Published : Nov 24, 2025, 09:35 AM IST
vote chori

সংক্ষিপ্ত

৯টি রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে ভোটারদের মধ্যে নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তবে, এক মামলার রায়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও নাগরিকত্ব বাতিল হয় না। 

৯টি রাজ্যে এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে তৎপরতার সঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। প্রতিটি বুথের জন্য আলাদা ব্লক লেভেল অফিসার নিয়োগ করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দুটি করে এমুনারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলও-র কাছে জমা দিতে হবে ভোটারদের। তা না হলে নাকি বাদ পড়ে যাবে আপনার নাগরিকত্ব?

এসআইআর শুরুর পর থেকে একটি প্রশ্নই সর্বত্র। অনেকেরই ধারণা যে ভোটার তালিতা চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে আপনি হারাতে পারেন নাগরিকত্ব। এমনই এক মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। এক মামলার শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়া এবং নাগরিকত্ব একেবারেই আলাদা। কমিশনের বক্তব্য, ভোটার তালিতায় নাম না থাকা মানেই কোনও ব্যক্তির নাগরিকত্ব বাতিল নয়। কেউ ভোটার তালিকায় নিজের নাম রেজিস্ট্রেশন না করতে পারলেও তাঁর নাগরিকত্ব অটুট থাকবে। কমিশন আরও জানিয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী ভোটাধিকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে।

বিশেষজ্ঞের মতে, এসআইআর চলাকালীন কারও নাম বাদ পড়ে, সে ক্ষেত্রে আতঙ্কের কোনও কারণ নেই। স্বাভাবিক পদ্ধতিতেই যেমন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যায়, তেমনই পরবর্তী পর্যায়েও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নাম যুক্ত করা সম্ভব।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন এমুনারেশন ফর্ম জমা নেওয়া চলছে। ফর্ম বিলি ইতিমধ্যে শেষ। জমা দেওয়ার শেষ তালিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। পরিবারের যে কোনও সদস্য ফর্ম জমা দিতে পারবেন। বাইরে থাকা ভোটাররা মোবাইল নম্বর EPIC কার্ডের সঙ্গে লিঙ্ক করে অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অপরাধী জেলে গেলে খরচ দিতে হবে অভিযোগকারীকে! এটা কি সত্যি? আইন কী বলছে?
জম্মু ও কাশ্মীর আবহাওয়া: উপত্যকায় শৈত্যপ্রবাহ, হিমাঙ্কের নিচে তাপমাত্রা