Domestic Violence: বোনের সঙ্গে ঝগড়া করে নিজের সন্তানকে 'বলি'! মায়ের কীর্তিতে অবাক পুলিশ

Published : Jan 26, 2025, 05:09 PM IST
1 year old child death in US

সংক্ষিপ্ত

পুলিশ জানিয়েছে অঞ্জু দেবী নামে এক মহিলা তাঁর পুত্রসন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতে এসেছিল। প্রায় ২ বছর ধরেই বাপের বাড়িতেই থাকছিলেন বিবাহিত মহিলা। 

বাবার বাড়িতে থাকা নিয়ে দুই বোনের ঝগ়ড়া। আর তার বলি হতে হল ৯ মাসের দুধের শিশুকে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ার কৃষ্ণনগর এলাকা। গোটা ঘটনায় রীতিমত স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই দুই বোনের মধ্যে ঝগড়ঝাটি হয়েছিল। কিন্তু শনিবার তা চরমে পৌঁছায়। তাতেই ঘটে যায় এই ঘটনা।

পুলিশ জানিয়েছে অঞ্জু দেবী নামে এক মহিলা তাঁর পুত্রসন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতে এসেছিল। প্রায় ২ বছর ধরেই বাপের বাড়িতেই থাকছিলেন বিবাহিত মহিলা। কিন্তু দিদির এভবে লম্বা বাপের বাড়িতে থাকা মেনে নিতে পারেনি বোন। যা নিয়ে প্রায়ই দুই বোনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। কিন্তু শনিবার তা চরম আকার নেয়। প্রথমে বচসা তারপর তা হাতাহাতিতে পৌঁছে যায়। সেই সময়ই নিজের ৯ মাসের পুত্রসন্তানকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় মা। তারপরই আশঙ্কাজনক অবস্থায় শিশুটিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বালিয়ার পুলিশ জানিয়েছে,অভিযুক্ত মহিলাকে আটক করা হয়্ছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার দিন ঠিক কী কী হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। মৃতের ঠাকুমা শোভা দেবী থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  একমাত্র মাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন মহিলা টানা দুই বছর ধরে বাপের বাড়িতে থাকছিলেন তাও প্রকাশ করেনি পুলিশ। সূত্রের খবর মহিলার স্বামীকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!