রাখি বন্ধন উৎসবে সামিল মোদী, মহিলা ও শিশুদের সঙ্গে সৌজন্য বিনিময় প্রধানমন্ত্রীর

 

  • স্বাধীনতা দিবসের পাশাপাশি আজ রাখি বন্ধন উৎসব
  • ভাই-বোনের এই পবিত্র সম্পর্ক উদযাপনের এক বিশেষ দিন
  • এই উৎসবে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও
  • শিশু ও মহিলারা তাঁর হাতে বেঁধে দিলেন রাখি

Indrani Mukherjee | Published : Aug 15, 2019 12:05 PM IST

স্বাধীনতা দিবসের পাশাপাশি আজ রাখি বন্ধন উৎসবও বটে। ভাই-বোনের এই পবিত্র সম্পর্ককে এক অন্য মাত্রা দিতে ৭৩ তম স্বাধীনতা দিবসের পাশাপাশি আজ উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসবও। সেই উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে  রাখি উৎসবে সামিল হলেন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মহিলা  এবং শিশুরা। এদিন একে একে শিশুরা এসে প্রধানমন্ত্রীর হাতে রাখী বেঁধে দেয়। বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মহিলারাও রাখি বাঁধেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করে নেন। পাশাপাশি এদিন দেশের মানুষকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এদিন রাখি বন্ধন উৎসব পালনের আগে লাল কেল্লায় দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে একাধিক বিষয়ে আলোকপাত করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে এটি ছিল নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ষষ্ঠতম ভাষণ। পরিবার পরিকল্পনা, জল জীবন মিশন এবং সিডিএস-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এদিন উঠে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তৃতায়।

Share this article
click me!