“রাম মন্দির বেকার” নির্বাচনের আগে রামগোপালের মন্তব্যে আগুন! তোলপাড় দেশ

Published : May 07, 2024, 03:10 PM ISTUpdated : May 07, 2024, 03:15 PM IST
ramgopal yadav

সংক্ষিপ্ত

“রাম মন্দির বেকার” নির্বাচনের আগে রামগোপালের মন্তব্যে আগুন! তোলপাড় দেশ

"রাম মন্দির বেকার, এর নকশা ঠিক নেই" রাম গোপাল যাদবের মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল দেশ জুড়ে। রাম মন্দিরর নকশার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নেতা। নির্বাচনের মধ্যেই এই মন্তব্য ব্যাপক আলোরণ ফেলে দিয়েছে দেশ জুড়ে।

চলছে উত্তরপ্রদেশের তৃতীয় দফার নির্বাচন। তার মধ্যে এই ধরনের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাম মন্দিরের নকশার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাদবের বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা বহু মানুষই ঠিক ভাবে নেয়নি। তিনি মন্দিরের স্থাপত্যকে ত্রুটিপূর্ণ বলে এবং "অকেজো" বলে অভিহিত করেছেন। রাম মন্দির নিয়ে এই মন্তব্যে তুমুল কটাক্ষ করেছে বিজেপি। তাঁর এই মন্তব্য একদমই ঠিক ভাবে নেয়নি বিজেপি সমর্থকরা।

রাম মন্দির স্থাপন চলতি লোক সভার জন্য একটা বড় ইস্যু। তাই এই মন্দির নিয়ে রাম গোপালের মন্তব্য সত্যিই অনেকটাই প্রভাব ফেলতে পারে নির্বাচনে বলেই মনে করছেন অনেকে।

এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আলোচনার মধ্যে, মৈনপুরী লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে, যেখানে ডিম্পল যাদব বিজেপি প্রার্থী ঠাকুর জয়বীর সিংয়ের বিরুদ্ধে লড়ছেন। এক্ষেত্রে রামগোপাল যাদবের এই মন্তব্য ডিম্পলের ভোটারদেরও মধ্যেও কতটা প্রভাব ফেলেছে তা বোঝা যাবে লোকসভা ফল প্রকাশের পরে।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!