নেওয়া যাবে একটি মাত্র হ্যান্ডব্যাগ, তাও নির্দিষ্ট ওজনের, ভারতের বিমানযাত্রায় নয়া নিয়ম চালু

নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একজন যাত্রী শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ (সর্বাধিক ৭ কেজি) বিমানে নিতে পারবেন। ফার্স্ট/বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য সীমা ১০ কেজি। ২রা মে ২০২৪ এর আগে কাটা টিকিটের ক্ষেত্রে পুরোনো নিয়ম প্রযোজ্য।

ভারতের বিমানযাত্রায় নয়া নিয়ম চালু। বিমানযাত্রার জন্য নতুন হ্যান্ডব্যাগ পলিসি প্রকাশ করল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন। নতুন এই নিয়ম সম্পর্কে অবহিত না থাকলে বিমানবন্দরে পৌঁছনোর পর সমস্যায় পড়তে হতে পারে যাত্রীরা।

নতুন নিয়ম অনুসারে, এবার থেকে একজন যাত্রী শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ নিয়েও বিমানে উঠতে পারবেন। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের বিমানযাত্রার ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। একটির বেশি হ্যান্ডব্যাগ থাকলেই তা চেক ইন প্রক্রিয়ায় পড়বে।

Latest Videos

এখন প্রশ্ন হল কত ওজনের ব্যাগ বহন করতে পারবেন। জানা গিয়েছে, সর্বাধিক ৭ কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ নিয়ে উঠতে পারবেন বিমানে। যদিও ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসের যাত্রীরা ১০ কেজি পর্যন্ত ওজনের একটি হ্য়ান্ড ব্যাগ নিতে পারবেন।

এই নিয়মের মাপ নির্ঝারিত সীমার বাইরে গেলে চার্জ দিতে হবে। ২ মে ২০২৪-র আগে যে সমস্ত যাত্রীরা বিমানের টিকিট কেটেছেন, তাঁরা ছাড় পাহেন। ২ মে, ২০৪-র আগে টিকিট কেটে থাকলে ইকনমি ক্লাসের যাত্রীরা ৮ কেজি প্রিমিয়াম ক্লাসের যাত্রীরা ১০ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ১২ কেজি ওজনের হ্যান্ড ব্যাগ নিতে পারবেন।

এবার প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। এই নিয়ম নজর কেড়েছে সকলের। হ্যান্ডব্যাগ নিয়ে জারি হল নিয়ম। নির্দিষ্ট ওজনের বেশি ওজনের ব্যাগ আর নেওয়া যাবে না। ব্যাগের ওজন বাড়তি হলে দিতে হবে বাড়তি টাকা। ৭ কেজি ওজনের বেশি ব্যাগ নিতে পারবেন না আর। তবে ইকনমি ও প্রিমিয়াম ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে নিয়ম আলাদা। 

 

Share this article
click me!

Latest Videos

মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?