ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে কারেন্ট টিকিটের জন্য চেক করতে পারেন। সেখানে দেখতে পারেন কয়টি আসন খালি আছে। তারপর তা সরাসরি বুক করতে পারবেন।
টিকিট বুকিং সংক্রান্ত এক নয়া ব্যবস্থা নিয়ে এল ভারতীয় রেল। এবার থেকে শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলেও পেয়ে যাবেন টিকিট। ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে আর রইল না কোনও চিন্তা। হঠাৎ কোনও কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আর চিন্তা করতে হবে না।
কারেন্ট টিকিট বুকিংয়ের সুবিধা নিয় এল ভারতীয় রেল। এই সুবিধার মাধ্যমে ট্রেন ছাড়ার কিছু সময় আগে আপনি টিকিট বুক করতে পারবেন।
খালি থাকা আসনের জন্য বুকিং করা যাবে এবার থেকে। ট্রেন ছাড়ার ৩-৪ ঘন্টা আগে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে কারেন্ট টিকিটের জন্য চেক করতে পারেন। সেখানে দেখতে পারেন কয়টি আসন খালি আছে। তারপর তা সরাসরি বুক করতে পারবেন। এই টিকিটের দাম সাধারণ টিকিটের থেকে ১০-২০ টাকা কম।
এখন প্রশ্ন হল কারেন্ট টিকিট আলাদা কিসের। আসলে সাধারণ টিকিট আমরা আগে থেকে বুক করে রাখি। এতে আসন নিশ্চিত থাকে। তবে, এই কারেন্ট টিকিট কেবল শেষ মুহূর্তে বুক করা যাবে। এতে সিট ফাঁকা থাকলে তবেই আপনি টিকিট পেতে পারেন। তেমনই রিজারভেশন পাবেন কি না, তা আগে থেকে বলা মুশকিল। সিট ফাঁকা পেলে তবেই তা পাবেন। তবে, জরুরি পরিস্থিতিতে কোথাও যাওয়ার থাকলে সুবিধা হবে। এই টিকিট কেটে যেখানে হোক যেতে পারবেন। এতে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধান হবে। এবার থেকে মিলবে এই সুবিধা। তাই হঠাৎ করে কোথাও যাওয়ার থাকলে এবার থেকে এই উপায় টিকিট কাটতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।