এক ক্লিকে তুলতে পারবেন PF-র টাকা, অ্যাপের সুবিধা আনল শ্রম মন্ত্রক

Published : Mar 01, 2025, 09:43 AM IST

শ্রম মন্ত্রক ভীম অ্যাপের মাধ্যমে পিএফ-এর টাকা তোলার সুবিধা চালু করছে। আধার ও ইউএএন লিঙ্ক থাকা সদস্যরা এই সুবিধা পাবেন। একটি নতুন কমিটি গঠন করা হয়েছে যারা এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাজ করছে।

PREV
110

পিএফ-র টাকা তুলতে পারবেন এবার ঘরে বসে। অ্যাপের সুবিধা নিয়ে এল শ্রম মন্ত্রক।

210

চালু হচ্ছে ভীম অ্য়াপ। এর মাধ্যমে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রক। নতুন ব্যবস্থায় শুধুমাত্র আধার ও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক থাকা সদস্যরাই সুবিধা পাবেন।

310

শ্রম মন্ত্রকের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির নেতৃত্বে রয়েছে যুগ্মসচিব।

410

রয়েছেন ইপিএফও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশ অফ ইন্ডিয়া (এনপিসিআই) এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন সি ড্যাকের প্রতিনিধিরা।

510

তাদের সুপারিশ অনুসারে, পিএফ গ্রাহকদের ভীম অ্যাপ ডাউনলোড করে তা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করুন।

610

এই অ্যাপটিতে উইথড্রাল অপশন আসবে। সেখানে ইউএএন এবং টাকার পরিমাণ দিন।

710

আপনি কত টাকা তুলতে পারবেন তা নির্ধারণ করা হবে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে তার ওপর।

810

এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে পিএফ-র টাকা তোলাও হচ্ছে সহজ।

910

আগে অগ্রিম অর্থ পেতে ১০ দিন বা তারও বেশি লাগত। এখন আর এই ঝামেলা পোহাতে হবে না।

1010

এবার থেকে ঘরে বসে অ্যাপের সাহায্যে তুলুন পিএফ-ক টাকা।

click me!

Recommended Stories