লক্ষ্মীর ভাণ্ডারের মতো পাবেন এই ভাতা! ১৮ বছর হলেই মাসে ২১০০ টাকা, আজ থেকেই রেজিস্ট্রেশন

Published : Jan 06, 2025, 10:02 AM IST

মহিলাদের পৌস মাস। একের পর এক প্রকল্প ঘোষণা করা হচ্ছে তাঁদের জন্য। কার্যত মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করে তোলার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। এর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। তবে এবার নয়া ঘোষণা।

PREV
113

লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার বর্তমান সময়ের এক জনপ্রিয় প্রকল্প।

213

প্রতি মাসে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের আওতায় মহিলাদের ১০০০ থেকে শুরু করে ১২০০ টাকা করে দেওয়া হয়।

313

আগে এই টাকার পরিমাণ ছিল ৫০০ এবং ১০০০ টাকা।

413

কিন্তু কয়েক মাস আগেই রাজ্য সরকার ঘোষণা করে যে সাধারণ শ্রেণি মহিলাদের মাসে ১০০০ টাকা এবং পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হবে।

513

সরকারের এহেনও প্রকল্পের জেরে বর্তমান সময়ে উপকৃত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা।

613

তবে এবার ১০০০ বা ১২০০ টাকা অতীত, ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো! হ্যাঁ ঠিকই শুনেছেন।

713

জানা গিয়েছে মেয়েদের বয়স ১৮ বছর হলেই তারা ২১০০ টাকা করে পাবেন।

813

রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে।

913

লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রতি মাসে ২১০০ টাকা করে ঢুকবে মেয়েদের অ্যাকাউন্টে।

1013

মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে রয়েছে কিছু শর্ত।

1113

জানা গিয়েছে নথিভুক্ত করার জন্য মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

1213

এতদিন মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব থাকলেও এখন মন্ত্রিসভার বৈঠকে মহিলাদের অ্যাকাউন্টে ২১০০ টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

1313

তবে বাংলায় নয়, এই প্রস্তাব গৃহীত হয়েছে দিল্লিতে। তবে ২৬ সালের বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মহিলাদের জন্যও চমক থাকবে বলে মনে করা হচ্ছে।

click me!

Recommended Stories