ওড়িশায় মধ্যযুগীয় বর্বরতা, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার ১

Published : Dec 25, 2025, 08:41 AM IST
Indore minor girl Rape

সংক্ষিপ্ত

Odisha Crime News:  বড়দিনের আগেই পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে মধ্যযুগীয় বর্বরতার ছবি প্রকাশ্যে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Odisha Crime News: বছর শেষের আগে ফের প্রকাশ্যে এলো আরও এক রাজ্যে মধ্যযুগীয় বর্বরতার ছবি। ওড়িশার ভদ্রকে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় পুলিশকে।

 সূত্রের খবর, ওড়িশার ভদ্রক জেলায় ১০ বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই বর্বরোচিত ঘটনার খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় হলেও জনরোষ সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

ঠিক কী ঘটনা ঘটেছে?

এদিকে এই ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন আগে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার হলে এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, নাবালিকাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও ধর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই নৃশংস ঘটনার প্রতিবাদে গ্রামবাসী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ভদ্রকের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের কঠোর শাস্তি এবং এলাকায় নারী নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। সব মিলিয়ে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ওড়িশার ভদ্রকের পরিস্থিতি।

জানা গিয়েছে, নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। এরপরই বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ধৃতের ফাঁসির দাবিতে সরব হন তারা। পুলিশের সূত্রে খবর, প্রাথমিক তথ্যপ্রমাণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে মনে করা হচ্ছে যে, ১০ বছরের ওই শিশুটিকে খুনের আগে পাশবিক যৌন নির্যাতন চালানো হয়েছে। পুলিশের এই চাঞ্চল্যকর দাবির পর থেকেই স্থানীয় জনতা ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়েছে।

নাবালিকার শরীরের বিভিন্ন ক্ষতচিহ্ন এবং পারিপার্শ্বিক আলামত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তাকে চরম শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষা থাকলেও, প্রাথমিক এই অনুসন্ধানে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। এই নারকীয় নৃশংসতার খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য- “আমাদের গ্রামে আগে কখনও এমন ভয়াবহ ঘটনা ঘটেনি।'' এবং "পুলিশকে নিশ্চিত করতে হবে যেন অভিযুক্তকে দ্রুত ফাস্ট-ট্র্যাক আদালতে বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।"

পরিস্থিতি সামাল দিতে এলাকায় র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের বয়ান এবং ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখে খুব দ্রুত চার্জশিট তৈরি করা হচ্ছে। যাতে বিচারের প্রক্রিয়ায় কোনও ফাঁক না থাকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কর্নাটকের চিত্রদুর্গায় যাত্রিবাহী বাসে আগুন, ঝলসে মৃত্যু প্রায় ১৭ জনের
বাড়িতে বসেই এখন করতে পারবেন ভোটার কার্ড ট্রান্সফার, বিস্তারিত জেনে নিন