হাজার হোক মা তো, ৮৪ বছরের বৃদ্ধা মেয়েকে দিলেন এমন উপহার ভাইরাল হল ভিডিও

Published : Nov 27, 2019, 11:38 PM IST
হাজার হোক মা তো, ৮৪ বছরের বৃদ্ধা মেয়েকে দিলেন এমন উপহার ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

মেয়ের বয়স ৮৪ মায়ের বয়স ১০৭ বিয়েবাড়ি থেকে মেয়ের জন্য নিয়ে আসলেন লজেন্স মায়ের এই ছোট্ট উপহারে দারুণ খুশি মেয়ে  

মেয়ের বয়স এখন ৮৪। হাঁটতে পারেন না, হুইল চেয়ারই ভরসা। কিন্তু তাতে কি, মায়ের কাছে মেয়ের বয়স আবার বাড়ে নাকি। কাজেই ৮৪ বছরের মেয়েকেও তাঁর মা পকেট হাতড়ে উপহার দিলেন লজেন্স। আর মায়ের সেই উপহার পেয়ে মেয়ের মুখেও তখন শিশুর মতো হাসি। যেটা বলা হয়নি, মায়ের বয়স কিন্তু এখন ১০৭।

সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও। কিন্তু, কালোত্তীর্ণ মা-মেয়ের সম্পর্কের এই মধুর রসায়ন মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। চিনের এই বৃদ্ধা মা-মেয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়য় ভাইরাল। চিনের এক প্রথম সারির সংবাদমাধ্যম এই ভিডিওটি শেয়ার করে। তারা ৮৪ বছরের মেয়েকে বলেছে, 'বিশ্বের সুখিতম শিশু'।

দেখুন সেই ভিডিও -

জানা গিয়েছে, ১০৭ বছরের ওই মায়ের নাম উইয়াং। তিনি সম্প্রতি এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানেই বেশ কিছু লজেন্স পেয়েছিলেন তিনি। তার থেকে একটি জ্যাকেটের পকেটে করে নিয়ে এসেছিলেন তাঁর বড়মেয়ে চেঙ্গজি-র জন্য। আর তাঁদের সম্পর্কের এই রসায়নে মুগ্ধ সোশ্যাল মিডিয়া একবাক্যে বলেছে, 'মায়ের ভালোবাসার কোনও বয়স হয় না'।

 

PREV
click me!

Recommended Stories

আবারও বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ে পথে Amazon, কাজ হারাতে পারেন কয়েক হাজার কর্মী
LIVE NEWS UPDATE: Messi in Kolkata - মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি