তীব্রভাবে দুলে উঠল মাটি, আফগানিস্তানে ভূমিকম্পে ছড়াল আতঙ্ক

আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ -পূর্বের এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। 

রবিবার আফগানিস্তানের ফয়জাবাদ(Fayzabad) থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ -পূর্বের (110 kilometres southeast) এলাকা কেঁপে( earthquake ) ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪ (magnitude 4.4)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology ) এই কম্পনের পরেই টুইট করে তথ্য জানায়। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, "Earthquake of Magnitude: 4.4, Occurred on October 10, 17:09:35 IST, Lat: 36.34 and Long: 71.35, Depth: 13 Km, Location: 110km SE of Fayzabad, Afghanistan," 

Latest Videos

এদিকে, রবিবার সাত সকালে কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হল পুজোর শুরুতেই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪ ম্যাগনিটিউড। কর্ণাটকের গুলবর্গায় এদিন কম্পন অনুভুত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল ৬টায় কম্পন শুরু হয়। 

কম্পন অনুভুত হয় শনিবারও। ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভুত হয় এদিন। অরুণাচল প্রদেশে কাঁপে মাটি। অরুণাচল প্রদেশের ইটানগরের পশ্চিম-উত্তর পশ্চিমের কিছু অংশে কম্পন অনুভূত হয়। একের পর এক ভূমিকম্পের খবর মিলছে দেশ জুড়ে। 

দিন কয়েক আগেই কেঁপেছিল লেহ লাদাখের পায়ের তলার মাটি। লেহ-র আলচি এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২ ম্যাগনিটিউড।এনসিএস জানায় আলচি থেকে ৮৯ কিমি দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। সকাল ৯.১৬ মিনিটে এই কম্পন প্রথম অনুভব করেন বাসিন্দারা।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury