আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ৮৩ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

  • আফগানিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা
  • ৮৩ জন যাত্রী নিয়ে পার্বত্য এলাকায় ভেঙে পড়ে বিমান
  • সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

debamoy ghosh | Published : Jan 27, 2020 10:41 AM IST

৮৩ জন যাত্রীকে নিয়ে আফগানিস্তানে ভেঙে পড়ল একটি বিমান। আফগানিস্তানের পূর্ব ঘাজনি প্রদেশের পার্বত্য এলাকায় স্থানীয় সময় এ দিন বিমানটি ভেঙে পড়ে। যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, সেটি তালিবানদের নিয়ন্ত্রণাধীন বলে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন লেগে যায়। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আরিয়ানা আফগান সংস্থার বিমানটি কাবুল থেকে হেরাটের দিকে যাচ্ছিল। তখনই দেহ- ইয়াক জেলার প্রত্য়ন্ত পার্বত্য এলাকায় ভেঙে পড়ে বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিমানটিতে মোট ৮৩ জন যাত্রী ছিলেন। তাঁদের পরিণতি সম্বন্ধে এখনও কিছু জানা না গেলেও কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই নম আরও খবর, তালিবানরাই বিমানটি ভেঙে পড়ার পর প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেয় পুলিশ ও উদ্ধারকারী দল। 

টুইটারে  স্থানীয় এক সাংবাদিক দাবি করেছেন দেহ- ইয়াক প্রদেশের প্রাণকেন্দ্র থেকে ন' মাইল দূরে বিমানটি। তিনি লিখেছেন, বিমানটি ভেঙে পড়ার পরেই প্রচণ্ড জোরে শব্দ হয়। তালিবানরাই আগুন নেভানোর কাজ শুরু করেছে।

Share this article
click me!