ইরানের রাজপথে যাত্রী নিয়ে নেমে এল আস্ত একটি বিমান, নেট দুনিয়ায় ভাইরাল হল ভিডিও

  • রাজপথে জরুরী অবতরণ বিমানের
  • ইরানের মাহশাহার শহরে ঘটল এমন ঘটনা
  • বিমানটিতে যাত্রী ছিলেন মোট ১৩০ জন
  • অবিশ্বাস্য ভাবে  বিমানে থাকা যাত্রীরা সকলেই সুস্থ আছেন

Asianet News Bangla | Published : Jan 27, 2020 9:33 AM IST / Updated: Jan 27 2020, 03:07 PM IST

অবাক কাণ্ড ইরানে। রানওয়েতে নয় শহরের রাজপথে অবতরণ করল একটি বিমান। আর তার  তার ভেতর থেকে বেরিয়ে আসছেন একের পর এক যাত্রী। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

জানা গেছে কাসপিয়ান এয়ারলাইন্সের বিমানটি ১৩০ জন যাত্রী নিয়ে শহরের রাস্তায় এই জরুরী অবতরণ করে। তবে যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রাস্তায় নেমে আসার পর তার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন যাত্রীরা। 

 

ইরানের দক্ষিণ পশ্চিমের শহর মাহশাহারের  রাস্তায় বিমান দাঁড়িয়ে থাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে ওঠে। 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত সন্দেহে বিহারের হাসপাতালে তরুণী, চিন থেকে কলকাতা হয়ে ফেরেন ছাপড়ায়

কাসপিয়ান এয়ারলাইন্সের ম্যাকজেনল ডগলাস এমডি-৮৩ বিমানটিকে বিমান কর্মী ও যাত্রী মিলেয় ছিলেন মোট ১৩০ জন। জানা গেছে মাহশাহার বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি জরুরী অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: বাগদাদের মার্কিন দূতাবাসে ফের হামলা, ক্যাফেটেরিয়ায় এসে পড়ল রকেট

জানা যাচ্ছে বিমানটির বয়স ২৫ বছরের বেশি। ১৯৯৪ সালে ফরাসি এয়ারলাইন্সের জন্য তৈরি হয়েছিল বিমানটি। ২০১২ সালে তা কাসপিয়ান এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হয়। 

এদিকে ১৯৯৩ সালে যাত্রা শুরু হয় ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের। যার সদর দফতর তেহরানে।

Share this article
click me!