নিষিক্ত ডিম্বাণু-শুক্রণু ছাড়াই তৈরি হল পৃথিবীর প্রথম ভ্রুণ, বিজ্ঞানীনের ইতিহাসে যুগান্তকারী সাফল্য

অসাধ্য সাধন করল ইজরায়েল ইউজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা। মা-বাবা বা কোনও নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু ছাড়াই তৈরি হল ভ্রুণ। যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী থাকল গোটা বিশ্ব। 'অ্যাসিটেড রিপ্রোডাকশন টেকনোলজি'পদ্ধতিতে তৈরি হল নিষিক্ত ডিম্বাণু-শুক্রণু ছাড়া শুধুমাত্র সেল থেকে পৃথিবীর প্রথম ভ্রুণ। 

Ishanee Dhar | Published : Aug 12, 2022 1:46 PM IST

অসাধ্য সাধন করল ইজরায়েল ইউজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা। মা-বাবা বা কোনও নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু ছাড়াই তৈরি হল ভ্রুণ। যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী থাকল গোটা বিশ্ব। 'অ্যাসিটেড রিপ্রোডাকশন টেকনোলজি'পদ্ধতিতে তৈরি হল নিষিক্ত ডিম্বাণু-শুক্রণু ছাড়া শুধুমাত্র সেল থেকে পৃথিবীর প্রথম ভ্রুণ।
 
ইজরায়েল উইজম্যান ইনস্টিটিউট অব সায়ন্সের বিজ্ঞানীদের দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফল মিলল অবশেষে। গোটা গবেষণার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে বিজ্ঞান পত্রিকা 'সেল'-এ। 
বিজ্ঞানীরা জানিয়েছেন নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু ছাড়াই কেবল সেল থেকে ইঁদুরের ভ্রুণ তৈরিতে সক্ষম হয়েছেন তাঁরা। তবে ভ্রুণ তৈরি অর্থ প্রাণের সৃষ্টি নয়। ভ্রুণ থেকে প্রাণের জন্ম হওয়ার জন্য এখনও দীর্ঘ জটিল পথ পেরোতে হবে। তাছাড়া সেল থেকে ইঁদুরের ভ্রুণ তৈরি করা গেলেও মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি আরও অনেক বেশি জটিল এবং আদৌ কার্যকর কী না তা পরীক্ষাসাপেক্ষ।

আরও পড়ুনঅনেক অনেক উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখলে কি হয় জানেন? জেনে নিন প্রতিকারের উপায়
 
অন্যদিকে এই আবিষ্কার বৈজ্ঞানীক দিক থেকে যতই যুগান্তকারী মাইলফক হোক না কেন এই পদ্ধতির নৈতিকতা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে। পুরুষ ও স্ত্রীর যৌন মিলন ছাড়াই সেল থেকে কৃত্রিম উপায় ভ্রুণ তৈরি একপ্রকারে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচারণ করা। প্রকৃতিকে এড়িয়ে কৃত্রিম উপায় মানুষ তৈরি করা কতটা নৈতিক, সে বিষয় বিতর্ক থেকেই যাচ্ছে। 
তবু বিজ্ঞানের নিরিখে এই আবিষ্কার অবশ্যই তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুনডিপ্রেসন কাটাতে সাহায্য করে এই সবজি, গর্ভস্থ ভ্রুণের স্বাস্থ্যও রক্ষা করতে কার্যকর

Share this article
click me!