'মোদী খুবই ভাল মানুষ', তাঁর সঙ্গে সেলফি তুলে বন্ধুত্বযাপন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

  • নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে বন্ধুত্বযাপন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  • সেলফি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
  • ওসাকায় জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন দুই রাষ্ট্রনেতা
  • তার মধ্যে থেকেও দুই রাষ্ট্রনেতা একান্তে সময় কাটালেন
Indrani Mukherjee | Published : Jun 29, 2019 3:57 AM IST / Updated: Jun 29 2019, 10:18 AM IST

জি-২০ সম্মেলনের চূড়ান্ত ব্যস্ততার মাঝেও খানিকটা সময় বের করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আর সেই সময় একান্তভাবে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুদিনের জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দর মোদীর সঙ্গে একান্তে বন্ধুত্ব উদযাপন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি নিছকই একটি সেলফি। ছবির ক্যাপশনে হিন্দিতে তিনি লিখেছেন, 'কিতনা আচ্ছে হ্যায় মোদী'। প্রসঙ্গত দুই রাষ্ট্রনেতাই জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতা এদিন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন।

প্রসঙ্গত এদেশের লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার দেখা হল দুই রাষ্ট্রনেতার। লোকসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করার জন্য স্কট মরিসন অভিনন্দন জানান নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত নির্বাচনে তাঁর দল লিবারাল ন্যাশনাল কোয়ালিশন পার্টিকে সুন্দরভাবে চালনা করার জন্য ধন্যবাদ জানান।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari