Military coup in Bangladesh: বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার -উজ -জামনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটনার ষড়যন্ত্র চলছিল। অভিযোগের তীর কোয়ার্টার মাস্টার জেনারেলের বিরুদ্ধে।
শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে প্রায় সাত মাস। কিন্তু এখনও অস্থির বাংলাদেশ। নিত্যদিনই নানান অপ্রতীকর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতেই বাংলাদেশে নতুন করে সেনা অভ্যুত্থানে আশঙ্কা তৈরি হয়েছে। এই সেনা অভ্যুত্থান হতে পরে পকিস্তনের মদতে। এই বিষয় টের পেতেই বাংলদেশের সেন আধিকরিককে নদরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন।
বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার -উজ -জামনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটনার ষড়যন্ত্র চলছিল। অভিযোগের তীর কোয়ার্টার মাস্টার জেনারেলের বিরুদ্ধে। শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধ। ওয়াকারকে সরিয়ে ফয়জুর নিজে সেনা প্রধান হওয়ার ছক কষছিলেন। ওয়াকার এই বিষয়ে নিজের প্রতি সমর্থন জোগাড় করার প্রক্রিয়াও শুরু করেছিলেন। কিন্তু সঠিক সময়ই বিষয়টি ধরে ফেলেন ওয়াকার।
ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওয়াকারকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠক করে ফয়জুর। সেই বৈঠকের ব্যাপারে ওয়াকরকে কিছু জানান হয়নি। কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেনি ফয়জুর। আর তাতেই চক্রান্তের পর্দাফাঁস হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনালেরকে বাংলাদেশে নজরবন্দি করে রাখা হয়েছে।
ফয়জুর জামাতের ঘনিষ্ট হিসেবেই পরিচিত। পাকিস্তানের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। ২০২৫ সালের প্রথম দুই মাস তিনি জামাতের নেতৃত্বে ও পাকিস্তনি প্রতিনিধিদের বৈঠক করেছিলেন। যদিও এই বৈঠকের খবর ওয়াকারের কাছে ছিল না। ওয়াকারের বিদেশ সফরে যাওয়ার পর থেকেই এই ষড়যন্ত্র করা হচ্ছিল। ডিভিশন কম্যান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন ফয়জুর। ফয়জুর সেখানে সকলের সমর্থনও পাননি, পাশাপাশি, সেনাপ্রধানের সেক্রেট্যারিয়ট বৈঠকের কথা জেনে যায়। এর পরই নজরবন্দি করে ফেলা হয় ফয়জুরকে।
হাসিনার পতনের আগে থেকেই বাংলাদেশে সেনা প্রধানের দায়িত্বে ছিলেন ওয়াকার। তাঁর হাতেই নাকি পদত্যাগ পত্র দিয়ে দেশে ছেড়েছিলেন হাসিনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।