DA Hike: আর চিন্তা নেই! জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতার সঙ্গে সরকারি কর্মীরা পাবেন ইনসেনটিভ

ডিএ বা মহার্ঘ নিয়ে এই দেশের সরকারি কর্মীচারিদের মধ্যে যেমন আলোচনা হয় তেমনই আলোচনা হয় বিদেশের সরকারি কর্মীদের মধ্যে। যার উর্ধ্ব নয় বাংলাদেশও।

 

Saborni Mitra | Published : Jan 12, 2025 11:09 AM
110
মহার্ঘ ভাতা

মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট এল। কিন্তু এই দেশ বা এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়।

210
৩০ জুনের মধ্যেই ডিএ বাড়বে

সূত্রের খবর আগামী ৩০ জুনের মধ্যেই দেশের সব সরকারি ক্রমীদের মহার্ঘ ভাতা বাড়ান হবে। আশ্বাস দিয়েছে সেই দেশের প্রশাসন।

310
বাংলাদেশের কথা

এবার কথা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মীদের। তাদের ডিএ বৃদ্ধি করা হবে আগামী ৩০ জুনের মধ্যে।

410
বাংলাদেশের বার্তা

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান জানিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ান হবে। পরবর্তী ইনক্রিমেন্টের সময় তাদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত করা হবে।

510
অর্থ মন্ত্রকের বিষয়

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান আরও বলেছেন, মহার্ঘ ভাতা বিষয়টি অর্থ মন্ত্রকের। তিনি আরও জানিয়েছেন, তিনি অর্থ মন্ত্রকের সদস্য। আর কর্মীদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই তিনি এই তথ্য দিয়েছেন।

610
ডিএ নিয়ে ২টি বৈঠক

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দেশে দেশের প্রশাসন সরকারি কর্মীদের ডিএ নিয়ে দুটি বৈঠক করেছে। তাতেই এই সিদ্ধান্ত।

710
পেনশনভোগীদের জন্য সুখবর

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান আরও জানিয়েছেন, শুধু সরকারি কর্মী নয়, পেনশনভোগীদের জন্যও রয়েছে সুখবর। এতদিন পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না। এবার থেকে তাঁরা মহার্ঘ ভাতা পাবেন।

810
পেনশনভোগীদের জন্য আরও খবর

তিনি আরও বলেছেন, পেনশনভোগীরা যুক্তিসংগত হারে ডিএ পাবেন। পরের বছর যখন তাঁরা ইনক্রিমেন্টের সময় এই ডিএ তাদের বেসিক বেতনের সঙ্গে যুক্ত হবে।

910
কত শতাংশ ডিএ

তবে সরকারি কর্মীরা কত শতাংশ হাতে ডিএ পাবেন তা নিয়ে কিছু জানায়নি বাংলাদেশ সরকার।

1010
ডিএ-র সঙ্গে ইনসেনটিভ

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মীরা ডিএ বা মহার্ঘ ভাতার সঙ্গে ইনসেনটিভও পাবেন। তবে কবে সেটা দেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos