কলকাতা জয়ের হুঁশিয়ারি দেওয়ার পরে দেখুন কোন তলানিতে বাংলাদেশের সামরিক রসদ, রইল ভারতের সঙ্গে তুলনা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনুসের আমলে ভারত বিদ্বেষ ক্রমশই বাড়ছে। রাজধানী ঢাকায় প্রাক্তন সেনা কর্মী ও কর্তারা মিছিল বার করে। সেখান থেকেই তারা কলকাতা দখল করার ডাক দেয়। শুধু তাই নয়, মাত্র ৪ দিনের মধ্যে তারা কলকাতা দখল করার হুঁশিয়ারিও দেয়।
বাংলাদেশের সেনা কর্তাদের এই আস্ফালনের পরই আলোচনা শুরু হয়েছে যে ভারতের বদান্যতায় বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছে সেই বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি ঠিক কতটা। যদিও অন্যপক্ষ বলছে বাংলাদেশ চিন আর পাকিস্তানের ইন্ধনেই ভারত বিদ্বেষ বাড়াচ্ছে। যাইহোক এবার দেখে নিন বাংলাদেশের সামরিক শক্তি
সেনা কর্তাদের আস্ফালন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনুসের আমলে ভারত বিদ্বেষ ক্রমশই বাড়ছে। শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই দেশের প্রাক্তন সেনা কর্মী ও কর্তারা ভারত বিরোধি মিছিল বার করে। সেখান থেকেই তারা কলকাতা দখল করার ডাক দেয়। শুধু তাই নয়, মাত্র ৪ দিনের মধ্যে তারা কলকাতা দখল করার হুঁশিয়ারিও দেয়। মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেয়।
বাংলাদেশের ও পাকিস্তানের সামরিক শক্তি
ভারতের তুলনায় পাকিস্থান ও বাংলাদেশ আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই অবস্থায় দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাও অনেকটা দুর্বল। ১৪৫টি দেশের সামরিক ব়্যাঙ্কিংএ বাংলাদেশ রয়েছে ৩৭ নম্বরে। পাকিস্তান রয়েছে ৯ নম্বর। আর ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তি। যদিও ভারতের থেকে এগিয়ে রয়েছে চিন।
সামরিক বাজেট
বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ৪ বিলিয়ন ডলার। যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭৭ বিলিয়ন।
সেনাবাহিনী
বাংলাদেশের সেনা বাহিনীতে রয়েছে মাত্র ২ লক্ষ সেনা। ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১৪ লক্ষ।
বিমান বাহিনী
বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে ২০০টি যুদ্ধ বিমান। যার বেশিরভাগই পুরনো। কিছু আবার ভারতের থেকে কেনা। তবে সম্প্রতি পাকিস্তানের যুদ্ধ বিমান দেখা গেছে বাংলাদেশে। সেখানে ভারতের রয়েছে ২২০০টিরও বেশি ফাইটার জেট। যার অধিকাংশই অত্যাধুনিক। রয়েছে সুখোই, মিরাজ , রাফালের মত ফাইটার জেট।
নৌবাহিনী
বাংলাদেশের নৌবাহিনী কিছুটা হলেও শক্তিশালী। রয়েছে ফ্রিগেট, করভেট, টহলদারি জাহাজ। তবে ভারতের কাছে কিছুই নয়। ভারতের হাতে রয়েছে বিহানবাহীন রণতরী, সাবমেরিন, ডেস্ট্রয়ার।
কূটনৈতিক সম্পর্ক
ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভাল ছিল। হাসিনা সরকারের আমলে তো বটেই। খালেদা জিয়ার আমলেও এতটা খারাপ হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলেই সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধ রণংদেহী মনোভাব নিয়েছে।