
Bangladesh Elections: ২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতন হয়। সবকিছু ঠিকঠাক থাকলে দেড় বছর পর ফের নির্বাচিত সরকার পেতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। মঙ্গলবার হাসিনার বাংলাদেশ ছাড়ার বর্ষপূর্তির দিন জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন। রমজান মাস শুরু হওয়ার আগেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে চাইছেন ইউনূস। তিনি দেশবাসীকে বার্তা দিয়েছেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি (Bangladesh Nationalist Party) গত কয়েক মাস ধরেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি-র টানাপোড়েন চলছিল। এবার হয়তো বাংলাদেশে বহু প্রতীক্ষিত নির্বাচন হতে চলেছে। ইউনসূ বলেছেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’
নাম না করে হাসিনার শাসনকালের প্রশংসা করে ইউনূস বলেছেন, 'দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত ১৫ বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ-সহ মহা আনন্দে ভোট দিতে চাই। এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে, এ রকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোটকেন্দ্রে যাবে তাদের এ দিনটি স্মরণীয় করে রাখার জন্য। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চাকাচ্চাদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।