মাত্র ৪ দিনে কলকাতা দখল করে নেব! ঢাকায় বাংলাদেশি সেনা কর্মীদের আস্ফালন- দেখুন ভাইরাল ভিডিও

সেনা কর্মীদের উত্তেজিত হয়ে বলতে শোনা গেছে, 'আমরা ৪ দিনের মধ্যেই কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সামনে টিকবে না। '

 

বাংলাদেশের ভারত বিদ্বেষ চরমে! শনিবার ঢাকায় ভারত বিরোধী মিছিলের নেতৃত্ব বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা। ছিলেন সেনা কর্তারা। কিন্তু যে ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল পাকিস্তানের থেকে সেই ভারতের সেনাকেই হুঁশিয়ারি দিল এদিন মিছিল থেকেই। মিছিল থেকে উঠল কলকাতা দখলের দাবিও। বাংলাদেশের সেনা কর্মীরা মিছিল থেকেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মাত্র চার দিনের মধ্যেই কলকাতা দখল করে নেব।' শুধু ভারতেই হুঁশিয়ারি দিয়ে খান্ত হয়নি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা। তারা আমেরিকাতেও হুঁশিয়ারি দিয়েছে।

বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের মিছিলের ভিডিও শেয়ার করেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। সেখানেই সেনা কর্মীদের উত্তেজিত হয়ে বলতে শোনা গেছে, 'আমরা ৪ দিনের মধ্যেই কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সামনে টিকবে না। 'এক বয়স্ক সেনা কর্মীরা আবার গোটা বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ছাত্র-জনতা সেনা সকলেই এক জোট হয়েছে। ব়্যাবের পাঁচ হাজার সদস্য রয়েছে। কিন্তু সকলের যুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়বে না। আড়াই হাজার যুদ্ধের ময়দানে যেতে পারেন। তার সঙ্গে বাংলাদেশের ৩০ হাজার ছাত্র যুব যুদ্ধে সামিল হবে। তাহলে ভারত তাদের সামনে দাঁডাতে পারবে না।

Latest Videos

 

 

অন্য এক প্রৌঢ় সেনা কর্তা বলেন, বাংলাদেশের ২ লক্ষ সেনা কর্মী রয়েছে। তাদের সঙ্গে রয়েছে দেশের ১৮ কোটি জনতা। তিনি আরও বলেন, তাদের প্রশিক্ষণ ভারতের থেকে বেশি। তাদের দেশ যদি যুদ্ধ করে তাহলে মাত্র ৪ দিনের মধ্যেই কলকাতা দখল করতে তারা পারবে।

বাংলাদেশের এই মিছিল থেকে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগানও ওঠে। ইউনুসের আমলে বাংলাদেশে ভারত বিদ্বেষ ক্রমশই বাড়ছে। যা নিয়ে সম্পূর্ণ চোখ বন্ধ করে বসে রয়েছেন নোবেল জয়ী ইউনুস। তবে প্রশ্ন হচ্ছে ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে কথা কী করে একটা দেশ এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে। প্রশ্ন উঠছে, চিন আর পাকিস্তানের মদতেই এই ভারত বিদ্বেষ।

Share this article
click me!

Latest Videos

India Bangladesh : ইউনুসের কাঁপুনি! বাংলাদেশের জন্য একাই একশো! রুদ্রমূর্তিতে Suvendu Adhikari
ইউনূসকে ধুয়ে দিলেন শুভেন্দু! Suvendu Adhikari #shorts #suvenduadhikari #indiabangladesh #banglanews
Bangladesh-এর হিন্দুদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি। Suvendu Adhikari
ফের সরকারী প্রকল্পে চুরির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়লেন বাবলা পঞ্চায়েতের বাসিন্দারা | Nadia News Today
‘সাংবাদিক’ পরিচয়ে বেয়াদপি Baruipur হাসপাতালে! বিধায়কের নাম নিয়ে হুমকির অভিযোগ | South 24 Parganas