গর্জে উঠলেন শেখ হাসিনা! হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবং সন্ন্যাসী চিন্ময়ের মুক্তির দাবিতে সরব তিনি

এবার সুর চড়ালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দিকে দিকে শুরু হয়ে গেছে বিক্ষোভ এবং প্রতিবাদ। রাস্তায় নামছেন হিন্দুরা। এবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মুজিবকন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করেছে আওয়ামি লিগ। সেখানে বলা হয়েছে, “বর্তমান ক্ষমতা দখলকারী সরকার সবক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত‍্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।”

Latest Videos

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অনেক বেড়ে গেছে। চলতি নভেম্বর মাসে, তা আরও বৃদ্ধি পেয়েছে। গত ৫ নভেম্বর, ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। এমনকি, ইসকনকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমা দেন তিনি।

যার পরেই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রাম। এরপর সেই বিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তার মাঝেই ইসকন মন্দিরের সন্ন্যাসী চিন্ময় প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। খারিজ করে দেওয়া হয়েছে জামিনের আবেদনও। যা কার্যত, উত্তাল বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি