
বাংলাদেশে মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ৩২ নম্বর ধানমণ্ডিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। হাসিনার প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। গত বছরের অগাস্ট থেকে ভারতে আছেন হাসিনা। তিনি এদেশে থেকেই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একাধিকবার বিবৃতি দিয়েছেন। সে কথা উল্লেখ করেই হাসিনাকে আক্রমণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশ করা বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোনও ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ রয়েছে। একটা অংশ হল, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা আত্মদান করেছেন শেখ হাসিনা তাঁদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। জুলাইয়ের গণহত্যা নিয়ে সাধারণ মানুষের মনে যে ক্ষত রয়েছে, তাতে আঘাত করেছেন হাসিনা। তার প্রভাবেই এই ঘটনা হয়েছে। তবে সরকার দেশ এবং জনগণকে রক্ষার বিষয়ে সচেতন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
আওয়ামি লিগের কর্মসূচির কারণেই হামলা?
গত কয়েক মাস ধরে বাংলাদেশে কোনওরকম কর্মসূচি না থাকলেও, সম্প্রতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামি লিগ। একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাষণ দেন হাসিনা। এরই মধ্যে ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ির পাশাপাশি ধানমন্ডি ৫/এ-তে হাসিনার বাসভবন সুধা সদনেও হামলা চালায় উন্মত্ত জনতা। হাসিনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুজিব ও হাসিনার বাড়িতে হামলা ঠেকানোর জন্য বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ সরকার।
হাসিনার বক্তব্য নিয়ে আপত্তি বাংলাদেশ সরকারের
ভারতে থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ, আওয়ামি লিগ, ছাত্রলিগ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হাসিনা। যা নিয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশ সরকার এক বিবৃতিতে বলেছে, ‘সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Bangladesh ছিঃ বাংলাদেশ! বঙ্গবন্ধর বাড়িতে ভাঙচুর, ইট-লোহার সঙ্গে লুঠপাট মূল্যবান বই-ছবি
'আমাকে ও আমার বোনকে খুনের ছক করেছিলেন ইউনূস'! বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার