হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠি পাঠানোর পর ‘ধীরে চলো’ নীতি, আরও অপেক্ষা করতে চায় ঢাকা

Published : Dec 25, 2024, 11:44 AM IST
Sheikh Hasina

সংক্ষিপ্ত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন চেয়ে ভারতে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ফের খবরে শেখ হাসিনা। সদ্য জানা গিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে কূটনৈতিক চিঠি (নোট ভার্বাল) পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আপাতত দিল্লি থেকে এ বিষয়ে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে চাইছে মুহাম্মদ ইউনূসের প্রশাসন। এক বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে, মঙ্গলবার একথা জানিয়েছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মুহাম্মদ রফিকুল আলম।

দিল্লিতে কূটনৈতিক চিঠি পাঠানোর পর এই মুহূর্তে কিছুটা ধীরে চলো নীতিতেই এগোতে চাইছে বাংলাদেশ। ভারতের থেকে কোনও উত্তর পাওয়ার পরই হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ভাবছে ইউনূসের প্রশাসন। এই বিষয় অপেক্ষা করতে হবে বাংলাদেশকে বুঝতে পেরেছে ঢাকা।

এপ্রসঙ্গে ররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মুহাম্মদ রফিকুল আলম বলেন, যতটুকু সময়ে দুই দেশের সরকার মনে করবে এটি সঠিক, সেই ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে সবে সোমবার দিল্লিতে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা। তাই আপাতত সময় ঘিরে কোনও জল্পনা চাইছে না অর্ন্তর্বর্তী সরকার।

ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪৩ জনের বিরুদ্ধে অভিযোহ দায়ের হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের বিভিন্ন থানায় অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে ১৯৮টি ক্ষেত্রের খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনা সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। 

এখন দেখার এই জল কোনদিকে গড়ায়। হাসিনা প্রসঙ্গে ভারত কোনও পদক্ষেপ নেয় কি না।

 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে