
ঢাকা: একে অশান্তির শেষ নেই। হাসিনা (Sheikh Hasina) দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের সংস্কৃতি। হিন্দুদের ওপর অত্যাচারে এখনও সংবাদ শিরোণামে উঠে আসে পদ্মাপাড়ের পড়শী দেশের নাম। এরই মধ্যে প্রকাশ্যে এলো বাংলাদেশ সম্পর্কে চাঞ্চল্যকর এক তথ্য। যা শুনলে চমকে উঠবেন আপনিও!
কী সেই তথ্য ? (Bangladesh News)...
সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশি নাগরিকরা অদ্ভুত এক রোগে ভুগছেন। আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকে সেই রোগ যেন আরও চরম মাত্রা নিয়েছে বাংলাদেশিদের শরীরে। যা একেবারে মহামারির মতো (Pandemic Bangladesh) ছড়িয়ে পড়ছে বাংলাদেশের কোনায় কোনায়। এতদূর পড়ে হয়ত আপনি ভাবছেন এটা আবার নতুন কোন ভাইরাসের উদয় হল? এটা যে, সে ভাইরাস নয়! এই রোগে আক্রান্ত হলে হাসতে ভুলে যায় মানুষ। তাঁরা সবসময় থাকেন বিষাদগ্রস্ত। কারণ, সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বাংলাদেশের মানুষেরা নাকি হাসতে ভুলে যাচ্ছেন! এর জন্য সুখী দেশের তালিকা থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতের এই পড়শি দেশ।
কোনও দেশ সত্যিই সুখী কিনা তা বিচার করা হয়- সেই সব দেশের আর্থ সামাজিক পরিস্থিতি, উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সামাজিক সহায়তা, শিক্ষা-স্বাস্থ্য, জিডিপি-জনসংখ্যার গড় অনুপাত এবং সুস্থতার সঙ্গে মানুষের বেঁচে থাকাও নির্ভর করে সুখী দেশের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তি করাতে। আর সেখানেই পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য। জানা গিয়েছে, কোন দেশ কতটা সুখী তা জাানতে মোট ১৪৭টি দেশের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে বাংলাদেশের স্থান রয়েছে, ১৩৪ নম্বরে। স্বাভাবিক ভাবেই সুখী দেশের তালিকা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
এই তালিকা রয়েছে আর যে সমস্ত দেশগুলি... বর্তমানে বিশ্বের ১৪৭ তম অসুখী দেশ আফগানিস্তান, ১৪৩ থেকে ১৪৬ এর মধ্যে রয়েছে- জিম্বাবয়ে, মালাউয়ি, লেবানন, সিয়েরা, লিয়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অসুখী দেশ হিসেবে ১০৯ নম্বরে রয়েছে পাকিস্তানের নাম। শ্রীলঙ্কা ১৩৩। সার্কের অন্তর্গত দেশগুলির মধ্যে নেপাল ৯২তম। যুদ্ধবিধ্বস্ত মায়ানমার রয়েছে ১৬২ তম স্থানে।
অন্যদিকে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে নিজেকে ধরে রেখেছে ফিনল্যান্ড। নর্ডিক দেশগুলির মধ্যে সুখী দেশের তালিকায় দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড ও চতুর্থ সুইডেন। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে সুখী দেশের তালিকায় আমেরিকা রয়েছে ২৪ নম্বরে। ইজরায়েল সুখী দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।