Bangladesh News: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তপ্ত বাংলাদেশ! সংবাদমাধ্যমের অফিসে আগুন, বিক্ষোভ ভারতীয় দূতাবাসের সামনে

Published : Dec 19, 2025, 02:29 AM ISTUpdated : Dec 19, 2025, 02:47 AM IST
Bangladesh News

সংক্ষিপ্ত

Bangladesh News: ভারতীয় দূতাবাসের সামনেও রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। গত একসপ্তাহ ধরে লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।

Bangladesh News: মাঝরাতে উত্তপ্ত ওপার বাংলা। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর জেরে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ (bangladesh news)। পুড়ল সংবাদমাধ্যমের অফিস। ভারতীয় দূতাবাসের সামনেও রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। গত একসপ্তাহ ধরে লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে (bangladesh current situation)। কিন্তু বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। 

উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে

প্রসঙ্গত, গত শুক্রবার জনবহুল একটি এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তারপর তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আর তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই দেশে। 

 

 

মাঝরাতে উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা। ঢাকায়, বিক্ষোভকারীরা হামলা চালান ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে। এমনকি, বাংলাদেশের বিখ্যাত সংবাদমাধ্যম প্রথম আলোর অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবরও পাওয়া যাচ্ছে।

এই মুহূর্তে গোটা ঢাকা জুড়ে উত্তাল পরিস্থিতি। কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন এবং বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। জানা যাচ্ছে, ভারতীয় হাই-কমিশনের সামনেও বিক্ষোভ চলছে। হামলাও শুরু হয়েছে কিছু জায়গায়। 

ভারত-বিরোধী এবং শেখ হাসিনা-বিরোধী স্লোগান

ইতিমধ্যেই ওসমান হাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস। জাতির প্রতি ভাষণ দিয়ে তিনি বলেন, ”সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।” 

সেইসঙ্গে, দেশবাসীকে ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখারও আবেদন জানিয়েছেন তিনি। শনিবার, দেশজুড়ে শোকদিবস পালন করা হবে বলেও জানিয়ে দিয়েছেন ইউনুস। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

ভারত-বিরোধী এবং শেখ হাসিনা-বিরোধী স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে রয়েছে প্ল্যাকার্ড। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসেও আগুন লাগানোর খবর আসছে। এই বিক্ষোভ রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে ভারতীয় হাই-কমিশনে পাথর ছোঁড়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অবশেষে ঢাকায় খুলে গেল ভারতীয় ভিসা কেন্দ্র, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বন্ধ ছিল
Baangladesh : তুঙ্গে ভারত-বিদ্বেষ, বন্ধ ভারতীয় ভিসা সেন্টার, বাংলাদেশকে সতর্ক করল ভারত