হাদির মৃত্যুতে বাংলাদেশে অব্যাহত অরাজকতা, খুলনায় ফের গুলিবিদ্ধ আরও এক ছাত্রনেতা

Published : Dec 22, 2025, 02:41 PM IST

Bangladesh Unrest Crisis: অশান্ত বাংলাদেশে এখনও থামেনি হিংসার আগুন। ওসমান হাদির মৃত্যুর পরও অব্যাহত অরাজকতা। এই অবস্থায় বাংলাদেশে আরও এক হাদি সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
বাংলাদেশে গুলিবিদ্ধ হাদি সমর্থক

অশান্ত পদ্মাপাড়ে থামেনি এখনও বিক্ষোভ-বিশৃঙ্খলা। এরই মধ্যে ওসমান হাদির পর আরও এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, বাংলাদেশের খুলনা জেলায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। 

25
গুলিতে আহত শ্রমিক নেতা

সূত্রের খবর, সোমবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ খুলনার সোনাডাঙা এলাকার একটি বাড়িতে ঢুকে এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করার অভিযোগ উঠেছে। আততায়ীদের আঘাতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নেতা। তবে দলীয় সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনা। ফলে যা নিয়ে ফের শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। 

35
আক্রান্ত নাহিদের দলের নেতা

আরও জানা গিয়েছে, সোমবার খুলনায় মোতালেবকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এনসিপির খুলনার সংগঠক সইফ নেওয়াজ এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানান, মোতালেব দলের খুলনা বিভাগীয় আহ্বায়ক। দলেরই শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। আসন্ন ভোটে তাদের দল ভোটের লড়ার ইচ্ছাও প্রকাশ করেছিল। তার আগেই ঘটে গেল এই ঘটনা। 

45
এখন কী অবস্থা আক্রান্ত মোতালেবের?

এই বিষয়ে খুলনার সোনাডাঙা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল জানান যে, মোতালেবকে কয়েকজন দুস্কৃতী মিলে তার মাথা লক্ষ্য গুলি করে। প্রথমে তাকে চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে সিটি স্ক্যানের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়।  

55
হাদির মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি উত্তাল

এদিকে হাদির মৃত্যুর খবরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তারপর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাদির মরদেহ দেশে ফিরতে বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থক ও উন্মত্ত জনতা। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হলেও থামেনি ক্ষোভের আগুন। 

Read more Photos on
click me!

Recommended Stories