
Bangladesh News: 'র' (Research and Analysis Wing) এজেন্ট বলে মিথ্যা অভিযোগ করে বাংলাদেশে এক নিরীহ হিন্দু রিকশা চালককে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে খুলনা ডিভিশনের (Khulna Division) ঝিনাইদহ জেলায় (Jhenaidah district)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জেলা পৌরসভার গেটের সামনে গোপাল বিশ্বাস নামে এক নিরীহ গরিব হিন্দু রিকশা চালককে 'র' এজেন্ট বলে রটিয়ে দিয়ে গণপিটুনি দেওয়া হয়। তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। গণপিটুনির জেরে গোপালের মাথা ফেটে গিয়েছে। তাঁর গলা, বুক কেটে গিয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে থাকে। তিনি ছেড়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানাতে থাকেন। কিন্তু গণপিটুনি দেওয়া জনতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে এই নিরীহ রিকশা চালককেই গ্রেফতার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই বাংলাদেশে মৌলবাদীদের এই আচরণের নিন্দা করছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, এই রিকশা চালকের হাতে লাল তাগা ছিল। সেটা দেখেই তাকে হিন্দু বলে চিনতে পারে মৌলবাদীরা। এরপরেই তারা গোপালের উপর ঝাঁপিয়ে পড়ে। এই নিরীহ যুবককে মারধর শুরু করে তারা। এই রিকশা চালক 'র' এজেন্ট বলে প্রচার শুরু হতেই দলে দলে আরও অনেকে গণপিটুনিতে যোগ দেয়। নির্বিচারে মারধর চলতে থাকে। গোপাল বলতে থাকেন, তিনি রিকশা চালানো ছাড়া অন্য কিছু করেন না। তাঁর সঙ্গে কোনও সংস্থারই যোগ নেই। তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ তাঁকেই গ্রেফতার করে। এই রিকশা চালককে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যাওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক বেশ কয়েক বছর ভারতে ছিলেন। তাঁর সঙ্গে ভারতের কোনও সংস্থার যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।