অপরাধ তিনি ‘হিন্দু’, ঢাকায় ছাত্রকে বেধড়ক মার মৌলবাদীদের, ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চত্বরে হিন্দু ছাত্রদের উপর বর্বর হামলার ভিডিও ভাইরাল হয়েছে। মৌলবাদীরা এক হিন্দু ছাত্রকে লাঠি দিয়ে মারধর করেছে। এই ঘটনাটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের উদ্বেগজনক প্রবণতার অংশ।

কদিন ধরেই উত্তাল বাংলাদেশ। একের পর এক ভিডিও আসছে সামনে। আসছে চাঞ্চল্যকর খবর। সেখানে আক্রান্ত হিন্দু ছাত্ররা। এমনকী, সংখ্যালঘুরাও পড়েছেন বিপদে। কখনও হিন্দু মহিলাদের বাড়ি ঢুকে গণধর্ষণ করা হচ্ছে তো রাস্তায় বের হলেই মারধর করা হচ্ছে।

এবার ফের এক মারধরের ভিডিও এল সামনে। বিশ্ববিদ্যালয় চত্বরে হিন্দু হওয়ার অপরাধে এক ছাত্রকে বেধড়ক মারল মৌলবাদীরা। রাস্তায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মারল তাঁকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজের সামনে উত্তপ্ত পরিস্থিতি। একদল ছেলে মারপিঠ করছে। তাদের হাতে অস্ত্র। কলেজের সামনে মারপিঠ করছে তাঁরা। একটি ছেলের ওপর হামলা করার ভিডিও হল ভাইরাল। তাকে মেঝেলে ফেলে মারছে এই দুষ্কৃতিরা।

Latest Videos

এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করে লেখেন, বাংলাদেশে হিন্দু ছাত্রদের নির্মমভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর সহিংসতা বাংলাদেশের একটি বৃহত্তর, উদ্বেগজনক প্রবণতার অংশ। যেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে নিপীড়ন ও মৃত্যুর জন্য চিহ্নিত করা হয়।

তুলসি গাবার্ড ও ডোনাল ট্রাম্পের অ্যাউন্টকে ট্যাগ করে লেখেন, পরিস্থিতি ভয়াবহ। এই দুর্বল সংখ্যালঘুদের জীবন রক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। সাহায্য করুন।

নরেন্দ্রমোদী ও অমিত শাহের অ্যাকাউন্ট ট্যাগ করে লেখেন, আমি নিশ্চিত আপনি আরও ভালো জানেন এবং আমি বুঝতে পারি আপনি সঠিক সময়ের অপেক্ষা করছেন কিন্তু অভিনয় করার সময় এখন। এই লোকেপা সুরক্ষার জন্য আর অপেক্ষা করতে পারে না। জীবন বাঁচাতে এবং চলমান নৃশংসতা বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন। সাহায্য করুন।

 

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed