আগরতলা 'দখল' নিতে নয়াপল্টন থেকে লংমার্চ শুরু আজ সকালে, আসছে হাজার হাজার মানুষ

ঢাকা থেকে আগরতলার পথে লং মার্চে ৩০-৪০ হাজার মানুষের সমাবেশ হবে বলে বিএনপি নেতা কর্মীরা দাবি করেছে। সেই অনুষ্ঠানে মিছিলের প্রস্তুতিও নিচ্ছে দল।

ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হচ্ছে। কখন কলকাতা, কখন উত্তর-পূর্ব ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ। এই অবস্থাতেই ঢাকা থেকে আগরতলা দখলের জন্য মিছিল শুরু করার হুঁশিয়ারি দিয়েছে বাংলদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। আজ, বুধবার সকাল ৮টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে সেই লং মার্চ। বিএনপি-র সমস্ত সংগঠনের সদস্যদেরই এই লং মার্চে সামিল হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুর দুটোয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখার কাছাকাছি গিয়ে থামবে সেই লং মার্চ। তারপর তা স্থলবন্দর এলাকায় একটি সমাবেশও করবে।

ঢাকা থেকে আগরতলার পথে লং মার্চে ৩০-৪০ হাজার মানুষের সমাবেশ হবে বলে বিএনপি নেতা কর্মীরা দাবি করেছে। সেই অনুষ্ঠানে মিছিলের প্রস্তুতিও নিচ্ছে দল। লং মার্চে ২ হাজারের বেশি গাড়ি আসবে। লং মার্চকে কেন্দ্র করে বুধবার দুপুর পর্যন্ত পণ্য রফতানি করা হবে বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসারীরা। বিশেষ করে দুপুর ১২টার মধ্যে মাছ রফতানি শেষ করার পরিকল্পনাও নিয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে।

Latest Videos

যদিও বিএনপি-র পক্ষ থেকে জানান হয়েছে এই লং মার্চের মধ্যে দিয়ে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের অগ্রাসী মনোভাবের প্রতিবাদ জানান হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার করছে বলেও অভিযোগ করেন দলের নেতারা। লং মার্চ ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকেই জোর দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশের পুলিশ, বিজিবি, ব়্যাব-সহ একাধিক বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকছে। মঙ্গলবার থেকেই যার প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ প্রশাসন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের কার্যালয়ে হামলার প্রতিবাদেই এই লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। লং মার্চে অংশ নেবে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল