২০২০ সলের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্টে 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল।
বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারকে মুছে ফেলার আরও একটি পদক্ষেপ। এবার বাতিল হয়ে গেল 'জয় বাংলা' স্লোগান। এখন থেকে আর 'জয় বাংলা' স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না। বাংলাদেশের হাইকোর্টের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ভেঙে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। পাঠ্যপুস্তক থেকেও বাতিল হয়েছে মুজিবর রহমান। এবার হাসিনার চালু করা জতীয় স্লোগানেও কোপ বসাল বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুসের সরকার।
২০২০ সলের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্টে 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। হাইকোর্টের রায়ে বলা হয়েছে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে স্লোগানটি ব্যবহার করতে পারেন। কিন্তু হাইকোর্টের এই রাজ্যের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার । মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চর সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হইকোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয়।
'জয় বাংলা' কে জাতীয় স্লোগান না রাখার অর্থ হল পাকিস্তানপন্থী নতুন বাংলাদেশের পথ প্রশস্ত করা। এর অর্থ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলনের মত বাঙালি জাতির বলিদানের আর কোনও দাম থাকবে না। কারণ 'জয় বাংলা' স্লোগানের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় 'জয় বাংলা' স্লোগান মুক্তিযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবর রহমান ও তাঁর দল আওয়ামি লিগের আমলে এই স্লোগানের জনপ্রিয়তা অটুট ছিল। শেখ হাসিনাও সরকারি ও দলীয় অনুষ্ঠানে এই স্লোগান ব্যবহার করতেন। কিন্তু ৫ আগস্টের পরে পরিবর্তিত বাংলাদেশ 'জয় বাংলা' স্লোগানের গুরুত্ব আর রইল না। সুপ্রিম কোর্টের রায় 'জয় বাংলা' স্লোগান হারিয়েও যেতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।