বাংলাদেশের কিশোরগঞ্জে কি ফের হত্যালীলা? একটি বাড়ি থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃতদেহ উদ্ধার

Published : Nov 26, 2024, 09:50 PM IST
Delhi Murder

সংক্ষিপ্ত

গোটা বাংলাদেশ যেন ফের একবার অশান্ত হয়ে উঠল। 

গোটা বাংলাদেশ যেন ফের একবার অশান্ত হয়ে উঠল। কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাড়ি থেকে দুই সন্তান এবং তাদের বাবা-মা সহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, অর্থাৎ ২৬ নভেম্বর এই মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পর, স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস, যার বয়স ৩০ বছর। তাঁর স্ত্রী নীপারানী বিশ্বাস, বয়স ২৬ এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস, বয়স ৪ বছর ও ধ্রুব বিশ্বাস, যার বয়স ৮ বছর। জানা যাচ্ছে, নিহত নীপারানী বিশ্বাস সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানিয়েছে, স্ত্রী এবং সন্তানদের মেরে স্বামী নিজে হাতের শিরা কেটে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ মাকসুদুল আলম বলেছেন, বিকেল চারটের দিকে স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

এরপর সেখানে দরজা ভেঙে জনি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তার স্ত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসেইন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, আত্মহত্যার ঘটনা। কিন্তু রহস্য সমাধানের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে