চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চুপ নয় বাংলাদেশ পুলিশ! কোর্টের বাইরে খুন তাঁর আইনজীবী

Published : Nov 26, 2024, 09:36 PM ISTUpdated : Nov 26, 2024, 11:37 PM IST
bangladesh

সংক্ষিপ্ত

বাংলাদেশের সনাতন জাগরণ জোটের নেতা চিন্ময়কৃষ্ণ দাস। তাঁকে গ্রেফতার করে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকার। 

মঙ্গলবার বাংলাদেশের আদালতের বাইরে ধত পুরোহির চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে। তেমনই দাবি করা হয়েছেয়ে রিপাবলিক টিভির খবরে। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশের চট্টোগ্রাম আদালতের বাইরে প্রচুর মানুষ জ়ড়়ো হয়েছিল। সেখানেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত হয়। এলোপাথাড়ী গুলি চালায়।

বাংলাদেশের সনাতন জাগরণ জোটের নেতা চিন্ময়কৃষ্ণ দাস। তাঁকে গ্রেফতার করে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকার। এদিন তাঁকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থক ও হিন্দুর বিক্ষোভ দেখাচ্ছিল। প্রচুর মানুষ জড়ো হয়েছিল আদালতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় ৭-৮ জন আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর পুলিশের নির্যাতন। চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থকদের পুলিশ মারধর করছে। পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চিন্ময়কৃষ্ণের অনুগামীদের নির্মমভাবে মারধর করছে।

বাংলাদেশী মিডিয়ার মতে, বিক্ষোভকারীরা হিন্দু নেতাকে বহনকারী জেল ভ্যানে বাধা দেয় এবং প্রায় তিন ঘন্টার অচলাবস্থার পর, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে