বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আঘাত, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সরস্বতী মূর্তি!

Published : Feb 02, 2025, 11:59 PM IST
Saraswati Puja

সংক্ষিপ্ত

এক ছাত্র বলেন, সোমবার সরস্বতী পূজা তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে মূর্তি বানানো হয়েছিল। আমরা অনেক ছাত্ররা মিলে সরস্বতী পূজা করতে চেয়েছিলাম। নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি কিন্তু শেষ মুহূর্তে ভাঙ্গচুর করা হলো।

ফের বাংলাদেশে হিন্দুদের ধর্মাচারণের ওপর আঘাত নেমে এল। ফরিদপুরে এক মন্দিরে সরস্বতী মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টা নাগাদ ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায় কালী মন্দিরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক আগেও এই একই কাণ্ড ঘটিয়েছিল।

গত বছরের ইসকনের মন্দিরে সরস্বতী মূর্তি ভাঙ্গার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু তখন তাকে পাগল আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চাপে পরে তাকে এবার কঠিন শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

বাংলাদেশে রাজেন্দ্র কলেজে ছাত্রদের আয়োজিত সরস্বতী পুজোয় এই মূর্তি যাওয়ার কথা ছিল। সমর মন্ডল নামে ওই কলেজের পুজোর উদ্যোক্তা এক ছাত্র বলেন, সোমবার সরস্বতী পূজা তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে মূর্তি বানানো হয়েছিল। আমরা অনেক ছাত্ররা মিলে সরস্বতী পূজা করতে চেয়েছিলাম। নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি কিন্তু শেষ মুহূর্তে ভাঙ্গচুর করা হলো।

এর আগে দুর্গাপুজোর মুখে বাংলাদেশে মূর্তি ভাঙ্গচুর হয়েছিল। একের পর এক নির্মীয়মান দুর্গা প্রতিমা ভাঙ্গার ঘটনা ঘটেছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। সেখানে একটি মন্দিরে আটটি নির্মীয়মান দুর্গা প্রতিমা ভাঙ্গচুর হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্ত নেমেছিল পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করেনি। বাংলাদেশে মন্দির ও দেব দেবীর মূর্তি ভাঙ্গচুরের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এবার সরস্বতী পুজোতেও আঘাত নেমে এল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে