বাংলাদেশ থেকে ভারতে আসতে আর ভিসার জন্য অপেক্ষা করতে হবে না দীর্ঘদিন, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় দূতাবাস

রবিবার থেকেই নতুন সুবিধা পেতে চলেছেন রাজশাহীর মানুষ। এর ফলে চিকিৎসা পরিষেবার জন্য আবেদন করা মানুষরা বিশেষভাবে উপকৃত হবেন। 

চিকিৎসা হোক, অথবা দেশ বেরানোর জন্য, প্রত্যেক বছরই বহু বাংলাদেশি মানুষ ভারতে আসেন। এর একটা বড় অংশ আসেন ভারতের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে। চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকা বাংলাদেশি মানুষদের যাতে অতি দ্রুত মেডিক্যাল ভিসা পাইয়ে দেওয়া যায়, সেই জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। রবিবার, অর্থাৎ ১৫ অক্টোবর থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। 

নয়া নিয়ম অনুযায়ী, ভারতে আসার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীদের দেওয়া হবে মেডিক্যাল ভিসা। এই কথা জানিয়েছেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, "ভারতের ভিসা দফতরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাঁদের আত্মীয়দের ভিসার কাগজপত্র দিয়ে দেওয়া হবে।"

রাজশাহীতে কাজ করাকালীন নিজের কী কী অভিজ্ঞতা হয়েছিল, তা জানিয়ে মনোজ কুমার বলেছেন যে, তিনি এক বছর ধরে এখানে কাজ করেছেন। সাধারণ মানুষকে বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রবিবার থেকে যে সমস্ত আবেদনকারী মেডিক্যাল ভিসার জন্য আর্জি জানাবেন, তাঁদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিন অর্থাৎ পরের দিনই তাঁরা ভিসা পেয়ে যেতে পারেন। 

মনোজ কুমার জানিয়েছেন যে, চলতি সপ্তাহে শুধুমাত্র মেডিক্যাল ভিসার জন্যই নিয়মটি লাগু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও তা কার্যকরী হবে। তিনি বলেছেন, "আপাতত যাঁরা মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেন তাঁরা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে কোনও রকমভাবেই আপোস করা সম্ভব নয়। সেক্ষেত্রে, তাঁরা যাতে তাড়াতাড়ি চিকিৎসা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ। ধীরে ধীরে পর্যটক ভিসার ক্ষেত্রেও আবেদনকারীদের সময় এগিয়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে।”

Latest Videos

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
Minakshi Mukherjee : স্যালাইন কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে ধুয়ে দিলেন মীনাক্ষী, দেখুন কী বলছেন
গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ
Rashifal Today : এই ৫ রাশির সাবধানতা অবলম্বন করা উচিৎ! দেখুন আজকের রাশিফল