Khaleda Zia Return: বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাচনে লড়াই করবেন। তিনি ফেণী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেমনই জানিয়েছেন তাঁর দলের ভাইস চেয়ারপার্সেন আব্দুল আলয়াল মিন্টো
বাংলাদেশের রাজনীতিতে নয়া সমীরণকরণ। অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তুলে দিল বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতি দলই। এবার মোহম্মদ ইউনূসের গদিটে টান পড়তে পারে। মৃত্যুর মুখ থেকে ফিরে এস সেই দেশের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন সেই দেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী। কেন ও কোন সিট থেকে নির্বাচনে লড়াই করবেন তাও জানিয়েছে দিয়েছে তাঁর দল। গত বছর অগস্ট মাস থেকেই উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরেও সেই দেশে শান্তি ফেরেনি। কার্যত গোটা একটি বছর ধরেই নৈরাজ্য চলছে বাংলাদেশে। প্রথম সারির রাজনৈতিক দলগুলির বক্তব্য জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত পুরোপুরি শান্তি ফিরবে না বাংলাদেশে। কিন্তু নির্বাচন করাতে কতটা ইচ্ছে রয়েছে ইউনূস সরকারের তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
26
খালেদা জিয়ার প্রত্যাবর্তন
শেখ হাসিনার জমানায় কোনঠাসা ছিলেন তিনি। তিনি বাংলাদেশের ন্যাশানাল পার্টির চেয়ারপার্সেন। তিনি নতুন করে প্রবেশ করছেন বাংলাদেশের রাজনীতিতে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই তিনি সক্রিয় হতে শুরু করেছেন। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধামন্ত্রী ও ন্যাশানাল পার্টির প্রধান খালেদা জিয়া। দেশের লাগাম ধরতে ৭৯ বছর বয়সে তিনি ফের ভোট যুদ্ধে সামিল হচ্ছেন। হাসিনা-জমানায় রাজনৈতিকভাবে কোনঠাসা ছিলেন। একাধিক মামলা করা হয়েছিল। পাশাপাশি শারীরিক অসুস্থতাও কাহিল করেছিল। একাধিকবার সংকটজনক অবস্থা হয়েছিল। হাসিনা সরতেই তাঁর বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়। তারপর থেকেই সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া।
36
খালেদা জিয়া জাতীয় নির্বাচনে লড়াই করবেন
বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাচনে লড়াই করবেন। তিনি ফেণী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেমনই জানিয়েছেন তাঁর দলের ভাইস চেয়ারপার্সেন আব্দুল আলয়াল মিন্টো। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে এই বিষেয় একটি বৈঠক হয়েছে। দলনেত্রীর কাজের সুবিধের জন্য যাবতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। দলনেত্রীকে জেতাতে মরিয়া বাংলাদেশের এই কেন্দ্রের দলীয় কর্মীরা। তেমনই জানিয়েছেন বিএনপি নেতা।
নির্বাচনে লড়াই করতে পারেন খালেদা জিয়ার ছেলেও। তারেক রহমান বর্তমানে রয়েছেন লন্ডনে। তিনি দলের চেয়ারম্যান। তারেক বাংলাদেশ থেকে লন্ডনে ফিরতে পারেন বলেও জানিয়েছেন ভাইস চেয়ারপার্সেন আব্দুল আলয়াল মিন্টো। তিনি মনে করছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে মা ও ছেলে দুজনেই লড়াই করুক এমনটাই চাছেন বিএনপির দলীয় নেতা ও কর্মীরা।
56
অসুস্থ জিয়া
গত বছর অগস্টে গতিচ্যুত হন শেখ হাসিনা। তার কিছু পূর্বেই মে মাসে লন্ডন থেকে ফিরেছিলেন খালেদা জিয়া। তিনি ক্রিরোরিস অব লিভার রোগে আক্রান্ত। হার্টেরও সমস্যা রয়েছে। আর্থারাইটিসে ভারাক্রান্ত খালেদা জিয়া। এই অবস্থাতেই তিনি ভোট যুদ্ধে সামিল হচ্ছেন।
66
জেলবন্দি জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সাল পর্যন্ত খালেদা জেলবন্দি ছিলেন। তিনি দীর্ঘ ৪ মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। ২০২০ সালে শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জর করা হয়েছিল। হাসিনার পতনের পরই প্রেসিডেন্ট তাকে নিঃশর্তে মুক্তি দিয়েছিল।