হাসিনার নীরবতায় শান্তি ফিরবে বাংলাদেশে: মহম্মদ ইউনুস, হিন্দুদের ওপর হামলা নিয়েও সাফ কথা

মহম্মদ ইউনুস বলেছেন, শেখ হাসিনা চুপ করে থাকলেই বাংলাদেশে শান্তু বজায় থাকবে। তিনি যদি চুপ করে থাকতেন তাহলে তাঁরা তাঁর কথা ভুলে যেতাম। বাংলাদেশের মানুষও সেই কথা ভুলে গিয়ে নিজের কাজে মন দিতে পারত।
Saborni Mitra | Published : Sep 5, 2024 8:10 PM
113
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস সম্প্রতি তাঁর বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি দুই দেশের সম্পর্কের কথা বলেছেন

213
সম্পর্ক খারাপ হচ্ছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি হাসিনার কারণেই ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বহীন অবস্থায় রয়েছে। ভারতের তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিৎ।

313
হাসিনার কারণে সম্পর্কের অবনতি

অন্তর্বর্তী সরকারের প্রধানের কথা অনুযায়ী হাসিনাকে আশ্রয় দেওয়াতেই দুই দেশের সম্পর্ক খারাপ হচ্ছে। হাসিনা ভারতে থাকা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন

413
ভারতে থাকার শর্ত

মহম্মদ ইউনুস বলেছেন হাসিনা যতদিন ভারতে থাকবেন ততদিন একটি শর্ত মেনে থাকলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে।

513
ইউনুসের শর্ত

হাসিনা যতদিন ভারতে থাকবেন ততদিন তাঁকে মুখ বন্ধ করে রাখতে হবে। ভারতে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উস্কানি দিতে পারবেন না। মোট কথা হাসিনাকে চুপ করেই ভারতে থাকতে হবে।

613
হাসিনার কারণেই সমস্যা

ইউনুসের কথায় হাসিনা ভারতে রয়েছে। সেখান থেকে মাঝে মাঝেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছে। যা দেশের জন্য সমস্যা তৈরি করছে। হাসিনার ভারতে থাকা পছন্দ করছে না বাংলাদেশ। একমাত্র চুপ করে থাকার শর্তেই হাসিনা ভারতে থাকতে পারে।

713
হাসিনা চুপ থাকলেই শান্তি থাকবে

ইউনুস আরও বলেছেন, শেখ হাসিনা চুপ করে থাকলেই বাংলাদেশে শান্তু বজায় থাকবে। তিনি যদি চুপ করে থাকতেন তাহলে তাঁরা তাঁর কথা ভুলে যেতাম। বাংলাদেশের মানুষও সেই কথা ভুলে গিয়ে নিজের কাজে মন দিতে পারব। কিন্তু তিনি ভারতে বসে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন হাসিনা।

813
হাসিনার এই মন্তব্যে আপত্তি

ইউনুস ১৩ আগস্ট হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করেছেন। হাসিনা সেই সময় ন্যায়বিচারের দাবি করেছিলেন। বলেছিলেন জঙ্গি কর্মকাণ্ড শুরু হয়েছে বাংলাদেশে। হত্যা ও ভাঙচুরের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তিরও দাবি করেছিলেন।

913
ইউনুসের বক্তব্য

হাসিনার এই মন্তব্য ভারত বা বাংলাদেশ- কারও পক্ষেই ভাল নয়। এই মন্তব্যই অস্বস্তি বাড়িয়ে তুলেছে। হাসিনার মন্তব্যে ভারত বিদ্বেষ বাড়ছে বলেও দাবি করেন তিনি।

1013
বাংলাদেশে হিন্দু আক্রমণ নিয়ে বার্তা

বাংলাদেশের হিন্দুদের ওপর চলা আক্রমণ নিয়েও কথা বলেছেন ইউনুস। তিনি বলেন এটা অতিরঞ্জিত করে দাখান হচ্ছে।

1113
হিন্দুরাই ওয়ামি লিগ সদস্য

ইউনুস আরও বলেছেন, হিন্দুরাই আওয়ামি লিগ সমর্থক। হাসিনার অনুগামী। তাই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। সংখ্যালঘুদের ওপর হামলা সাম্প্রদায়িক থেকে বেশি রাজনৈতিক।

1213
মোদীকে জানিয়েছেন

ইউনুস বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয়টি বলেছেন। তিনি বলেছেন, হাসিনা এবং আওয়ামী লীগের নৃশংসতার পরে যখন দেশ একটি অস্থিরতার মধ্য দিয়ে যায়, তখন যারা তাদের সঙ্গে ছিল তারাও আক্রমণের মুখোমুখি হয়েছিল

1313
ভারতের দিকে আঙুল

তিনি আরও বলেছেন, এই হামলা রাজনৈতিক প্রকৃতির এবং সাম্প্রদায়িক নয়। আর ভারত এসব ঘটনাকে ব্যাপকভাবে প্রচার করছে। আমরা বলিনি যে আমরা কিছুই করতে পারি না; আমরা বলেছি যে আমরা সবকিছু করছি

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos