বাংলাদেশের ভোটে এবার খালেদা জিয়া না থেকেও রয়েছে। তবে এবার নির্বাচনে এখনও সবথেকে বেশি চর্চিত তাঁরই ছোট পুত্রবধু শামিলার নাম। চিনুন কে এই শামিলা , কী সম্পর্ক খালেদা জিয়ার সঙ্গে।
মাস শেষ হলেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। হাসিনা পরবর্তী যুগে অন্তর্বর্তী সরকারের হাতেই রয়েছে বাংলাদেশের শাসনভার। ভোটের আগেই বাংলাদেশের রাজনীতিতে ইন্দ্রপতন খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের ভোটে এবার তিনি না থেকেও রয়েছে। তবে এবার নির্বাচনে এখনও সবথেকে বেশি চর্চিত তাঁরই ছোট পুত্রবধু শামিলার নাম।
25
শামিলা কি রাজনীতিতে আসবেন?
গত কয়েক দিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে জল্পনা তুঙ্গে, শামিলা কি রাজনীতিতে আসবেন? নাকি এবারও থেকে যাবেন অন্দরমহলে? অসুস্থ খালেদার সর্বক্ষণের সঙ্গী ছিলেন শামিলা। দীর্ঘ দিন পরে তিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছেন। জিয়াউর রহমানের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে আরও বাড়িয়ে দিয়েছে তাঁর রাজনীতিতে আসার জল্পনা। যদিও শামিলা এখনও কিছুই বলেননি.
35
কে এই শামিলা ?
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর স্ত্রী শামিলা। ২০০৬ সালে খালেদার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই সময় থেকেই প্রচারের আলো থেকে দূরে সরে যান শামিলা। অসুস্থ কোকোকে চিকিৎসার জন্য পাঠান হয়েছিল বিদেশে। সেই সময়ই তিনি স্বামীর সঙ্গে দেশ ছাড়েন। ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যুর পরই দেশে ফেরেন শামিলা। তারপর ২০১৭ সালে শেখ হাসিনা খালেদাকে গ্রেফতার করলে আবারও দেশ ছাড়তে বাধ্য হন শামিলা। এবার সঙ্গী তাঁর দুই কন্যা।
পুরো নাম সৈয়দা শামিলা রহমান। তিনি সিঁথি নামেও পরিচিত। তাঁর বাবার নাাম এইচ এম হাসান রেজা। তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়র। তাঁর মা মোকারেমা রেজা। শামিলার দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
55
নীরব শামিলা
প্রথম থেকেই শামিলা কিছুটা হলেও নীবর, অন্তঃপুরবাসিনী। খুব প্রয়োজন ছাড়া বের হন না। রাজনীতি থেকে কিছুটা দূরেই থাকেন। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে শামিলা গুরুত্ব বাড়ছে খালেদার দল বিএনপিতে। তাঁর দৃঢ়়তা আর বিশ্বাসযোগ্যতা তাঁকে রাজনীতিতে বহুদূর নিয়ে যেতে পারে বলেও মনে করছেন সেদেশের মানুষ।