SIR শুনানি: এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির ঘটনা, কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক সংখ্যালঘু যুবক।
SIR-এর শুনানি পর্বে রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে নির্দেশ নির্বাচন কমিশনকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কিন্তু শুনানি পর্বে এবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। সেখানে এক সংখ্যালঘু তরুণ নিজেকে ভারতবাসী প্রমাণ করতে গিয়ে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হয়েছে শুনানি কেন্দ্রে। যা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে।
এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির ঘটনা, কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক সংখ্যালঘু যুবক। শুনানি কেন্দ্রের সামনেই উগড়ে দিলেন ক্ষোভ। ঘটনা সামনে আসতে বিজেপি এবং কমিশনকে নিশানা তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির, তুঙ্গে তরজা
এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর। প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য। তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। সব শেষে একদম বেনজির চিত্র। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। ওয়ারী দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে। কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে। তারা যে ভারতীয়। তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার। তিনি ব্যাগে করে মাটি নিয়ে আসেন। এক ব্যাগ ভর্তি মাটিই তাঁর ভারতীয় হওয়ার প্রমাণ বলেও দাবি করেন। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশন কে নিশানা তৃণমূল নেতৃত্বের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি। তুঙ্গে রাজনৈতিক তরজা।
যদিও আগেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বেছে বেছে সংখ্যালঘুদেরই টার্গেট করা হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য তাদেরও শুনানির নোটিশ পাঠান হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।


